বিধিনিষেধ অমান্য করে রাতে জমায়েত, ভুরিভোজ


ভোরের ধ্বনি ডেস্ক , আপডেট করা হয়েছে : 25-07-2021

বিধিনিষেধ অমান্য করে রাতে জমায়েত, ভুরিভোজ

পিরোজপুরের নেছারাবাদ উপজেলায় বিধিনিষেধ অমান্য করে জমায়েত হয়েছেন শতাধিক মানুষ। করেছেন ভুরিভোজ। যদিও অনেকে অভিযোগ করেছেন, এটি ছিল ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান। 

উপজেলার সুটিয়াকাঠী ইউনিয়নের নান্দুহার এলাকার ব্যবসায়ী মো. মাহমুদ শনিবার রাতে এই আয়োজন করেন। আগামীতে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে তিনি চেয়ারম্যান প্রার্থী হবেন বলে এলাকায় প্রচার রয়েছে। 

আয়োজনটি ঈদ পুনর্মিলনী ছিল না বলে জানিয়েছেন আয়োজক ও পুলিশ প্রশাসন। তারা বলছেন, করোনায় অসহায় মানুষদের সহায়তার জন্য করণীয় ঠিক করতে এ জমায়েত হয়।জানা যায়, উপজেলার সুটিয়াকাঠী ইউনিয়নের নান্দুহার এলাকার লেকভিউ রেস্তোরাঁয় শনিবার রাতে ৪নং ও ৫নং ওয়ার্ডের শতাধিক ব্যক্তিকে সপরিবারে আমন্ত্রণ করেন মো. মাহমুদ। রাতে লেকভিউ রেস্তোরাঁয় উপস্থিত হন আমন্ত্রিতরা। করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে সরকার আরোপিত বিধিনিষেধ অমান্য করে সেখানে একত্রিত হন অতিথিরা। রাতের খাবারও খান। 

অনুষ্ঠানের একটি ভিডিওতে দেখা যায়, আয়োজকরা করোনা প্রতিরোধে করণীয় সম্পর্কে আলোচন করেন। সেখানে স্বরুপকাঠী থানার পুলিশ কর্মকর্তাদের উপস্থিতিও দেখা গেছে। 

নেছারাবাদ উপজেলার স্বরূপকাঠী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবির হোসেন বলেন, ‘সেখানে কোনো ঈদ পুনর্মিলনীর অনুষ্ঠান হয়নি। করোনায় এলাকায় মানুষকে সহায়তা করার জন্য এলাকার লোক নিয়ে আলোচনা হয়েছে। পুলিশ টিম নিয়ে বিভিন্ন স্থানে টহল দেবার সময় আমি গিয়েছিলাম সেখানে।’ 



উপদেষ্ঠা : আলহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদ ধনু, মাননীয় জাতীয় সংসদ সদস্য, ১৫৬ ময়মনসিংহ ১১ (ভালুকা), সদস্য, শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

সম্পাদকঃ মো এনায়েত হোসেন

সহ-সম্পাদক : মেছ মাউল আলম (মোহন)

প্রকাশক। মোঃ বোরহান হাওলাদার (জসিম)

নির্বাহী সম্পাদকঃ বীর মুক্তিযুদ্ধা জোনাস ঢাকী।

বার্তা সম্পাদক : মো: সোহেল রানা