চুয়েট শিক্ষার্থীদের অনলাইন পরীক্ষা বর্জন


ভোরের ধ্বনি অনলাইন ডেস্ক , আপডেট করা হয়েছে : 05-10-2021

চুয়েট শিক্ষার্থীদের অনলাইন পরীক্ষা বর্জন

প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) শিক্ষার্থীরা অনলাইনে নেওয়া টার্ম ফাইনাল পরীক্ষা বর্জন করেছেন। তারা সশরীরে পরীক্ষা নেওয়ার দাবি জানিয়েছেন। এর আগে তারা পরপর দু’দিন তৃতীয় ও দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীরা পরীক্ষায় অংশগ্রহণ করেনি।

আজ মঙ্গলবার প্রথম বর্ষের পরীক্ষায়ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেনি। শিক্ষার্থীদের অভিযোগ, নির্দিষ্ট সময়ে ল্যাব কার্যক্রম শেষ না করা, রিভিশন ক্লাস ঠিকমতো না নেওয়া ও ঠিক সময়ে শেষ না করা এবং সিলেবাস বাকি রেখে পরীক্ষা নেওয়া হচ্ছে। এসব সমস্যার সমাধান ও পরীক্ষার জন্য বাস্তবসম্মত নীতিমালা ছাড়া পরীক্ষায় অংশ নেবেন না তারা। আবাসিক হলে থেকে সশরীরে পরীক্ষা দিতে আগ্রহী তারা।

শিক্ষার্থীরা আরও জানান, অনেক শিক্ষার্থী প্রত্যন্ত অঞ্চলে থাকায় তাদের পক্ষে নিরবচ্ছিন্ন ইন্টারনেট সংযোগ কখনোই সম্ভব নয়। এছাড়া বিশ্ববিদ্যালয়ের দেখানো পদ্ধতিতে ক্যামেরা স্থাপন করতে হলে কমপক্ষে দুইটি ডিভাইসের প্রয়োজন যেটা অধিকাংশ শিক্ষার্থীর পক্ষে সম্ভব নয়।  

জানা গেছে, প্রথম, দ্বিতীয়, তৃতীয় শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা গত ২৭ সেপ্টেম্বর অনলাইন পরীক্ষার নীতিমালা পরিবর্তনের জন্য সব বিভাগীয় প্রধানের কাছে আবেদন করেন। সে আবেদনের কোনো যথোপযুক্ত উত্তর না পেয়ে তারা পরীক্ষা বর্জনের সিদ্ধান্ত নিয়েছেন।  

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. রফিকুল আলম বলেন, পরীক্ষা নিতে যদি শিক্ষার্থীদের কোনো সমস্যা হতো তাহলে আমরা পরীক্ষা নিতাম না। দেশের অন্যান্য বিশ্ববিদ্যালয়ের মতোই তো আমরা পরীক্ষা নিচ্ছি। এসব বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের তো কোনো সমস্যা হচ্ছে না।

তিনি আরও বলেন, অনলাইন পরীক্ষার নির্দেশনা নিয়ে শিক্ষার্থীদের মাঝে কিছু ভুল ধারণা তৈরি হয়েছে। পরীক্ষা চলাকালে কেউ পাঁচ মিনিটের বেশি ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন অবস্থায় থাকলে ওই শিক্ষার্থীর সঙ্গে সঙ্গে পরীক্ষা বাতিল হয়ে যাবে বিষয়টি এমন না। কেউ এরকম পরিস্থিতিতে পড়লে ওই শিক্ষার্থী পরীক্ষা পর্যবেক্ষক, বিভাগীয় প্রধানের সঙ্গে যোগাযোগ করবে এবং তারা বিষয়টি পর্যালোচনা করে সিদ্ধান্ত নেবেন।


উপদেষ্ঠা : আলহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদ ধনু, মাননীয় জাতীয় সংসদ সদস্য, ১৫৬ ময়মনসিংহ ১১ (ভালুকা), সদস্য, শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

সম্পাদকঃ মো এনায়েত হোসেন

সহ-সম্পাদক : মেছ মাউল আলম (মোহন)

প্রকাশক। মোঃ বোরহান হাওলাদার (জসিম)

নির্বাহী সম্পাদকঃ বীর মুক্তিযুদ্ধা জোনাস ঢাকী।

বার্তা সম্পাদক : মো: সোহেল রানা