‍খুলেছে ঢাবির আবাসিক হল, শিক্ষার্থীদের স্বস্তি


ভোরের ধ্বনি অনলাইন ডেস্ক , আপডেট করা হয়েছে : 05-10-2021

‍খুলেছে ঢাবির আবাসিক হল, শিক্ষার্থীদের স্বস্তি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলো আজ মঙ্গলবার থেকে খুলে দেওয়া হয়েছে। মহামারী করোনাভাইরাসের সংক্রমণের কারণে দেড় বছর ধরে বন্ধ ছিল হলগুলো। আজ সকালে হলে উঠতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করেছেন শিক্ষার্থীরা। ধাপে ধাপে শিক্ষার্থীরা হলে উঠবেন। 

এর আগে গতকাল সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিজস্ব চিকিৎসা কেন্দ্র শহীদ বুদ্ধিজীবী ডা. মুহাম্মদ মুর্তজা মেডিকেল সেন্টারে স্থাপিত অস্থায়ী ক্যাম্পে করোনা টিকা দান শুরু হয়। এই ক্যাম্পে 'অন স্পট রেজিষ্ট্রেশনে'র মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারিরা করোনা টিকা সিনোফার্ম (ভেরোসেল) নিতে পারবেন। প্রথম পর্যায়ে টিকা কার্যক্রম চলবে ১৭ অক্টোবর পর্যন্ত। আর আগামী ১ নভেম্বর থেকে দ্বিতীয় পর্যায়ে দ্বিতীয় ডোজ টিকা প্রদান করা হবে। 

দেশে করোনাভাইরাসের প্রাদুর্ভাবের পর গত বছরের ১৮ মার্চ থেকে সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলোও খালি করে দেওয়া হয়।

উপদেষ্ঠা : আলহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদ ধনু, মাননীয় জাতীয় সংসদ সদস্য, ১৫৬ ময়মনসিংহ ১১ (ভালুকা), সদস্য, শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

সম্পাদকঃ মো এনায়েত হোসেন

সহ-সম্পাদক : মেছ মাউল আলম (মোহন)

প্রকাশক। মোঃ বোরহান হাওলাদার (জসিম)

নির্বাহী সম্পাদকঃ বীর মুক্তিযুদ্ধা জোনাস ঢাকী।

বার্তা সম্পাদক : মো: সোহেল রানা