ব্রিটেনে চালক সংকট; পরিস্থিতি সামাল দিতে সেনা মোতায়েন


ভোরের ধ্বনি অনলাইন ডেস্ক , আপডেট করা হয়েছে : 05-10-2021

ব্রিটেনে চালক সংকট; পরিস্থিতি সামাল দিতে সেনা মোতায়েন

ব্রিটেনে চালকের অভাবে পেট্রল ও অন্যান্য সামগ্রী দেশটির বিভিন্ন অঞ্চলে পৌঁছানো যাচ্ছে না। এমন পরিস্থিতিতে ভারি ট্রাকচালক সংকট সামাল দিতে সেনা মোতায়েন করা হয়েছে। দেশটির স্টোরেজ ডিপোতে কমব্যাট ফ্যাটিগ পরা অবস্থায় তাদের দেখা গেছে। সোমবার এসব জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়, ব্রেক্সিট ও করোনার কারণে ব্রিটেনে মোটরশ্রমিক সংকট দেখা দিয়েছে। ট্রাকারের অভাবের মধ্যে জ্বালানি না পাওয়ার আতঙ্কে বড় শহরগুলোতে বিশৃঙ্খল দৃশ্য সৃষ্টি হয়েছে।

দেশটির অর্থমন্ত্রী রিশি সুনাক বলেছেন, অতিরিক্ত সতর্কতা হিসেবে আমরা অতিরিক্ত ড্রাইভার নামিয়েছি। এখন পরিস্থিতির উন্নতি হয়েছে।

রয়টার্সের সাংবাদিকরা জানিয়েছেন, তারা দেখেছেন লন্ডন এবং দক্ষিণ ইংল্যান্ড জুড়ে কমপক্ষে দুই ডজন পেট্রল স্টেশন এখনও বন্ধ রয়েছে। এখনও খোলা স্টেশনগুলোর বাইরে তেল নিতে চালকদের লম্বা সারি দেখা গেছে।


সম্পাদকঃ মো এনায়েত হোসেন

প্রকাশক। মোঃ বোরহান হাওলাদার (জসিম)