নির্বাচনে বিজয়ী হয়েও এক বছর পর দায়িত্ব নিলেন চেয়ারম্যান


ভোরের ধ্বনি অনলাইন ডেস্ক , আপডেট করা হয়েছে : 04-10-2021

নির্বাচনে বিজয়ী হয়েও এক বছর পর দায়িত্ব নিলেন চেয়ারম্যান

ফরিদপুরের চরভদ্রাসনে ভোটে নির্বাচিত হওয়ার এক বছর পর চরভদ্রাসন উপজেলা পরিষদে চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করেছে নৌকার প্রার্থী মো. কাউছার।

সোমবার (৪ অক্টোবর) সকাল ১১ টার দিকে তিনি তার কার্যালয়ে চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করেন। উল্লেখ্য, নির্বাচনে অনিয়মের অভিযোগ এনে গেল বছর ৬ ডিসেম্বর উক্ত নির্বাচন বাতিল ঘোষণা করেন নির্বাচন কমিশন (ইসি)। এই সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে তিনি হাইকোর্টে রিট করেন। গত ৮ সেপ্টেম্বর হাইকোর্ট এক আদেশে উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে কাউছারের নাম গেজেটে অন্তর্ভুক্ত করার নির্দেশ দেন। ওই নির্দেশের পর গত ২১ সেপ্টেম্বর এ সংক্রান্ত গেজেট প্রকাশ করে। ওই গেজেটে মো. কাউসারকে উপজেলা পরিষদের চেয়ারম্যান ঘোষণা করা হয়। পরবর্তীতে ২৭ সেপ্টেম্বর মো. কাউসারের নামে চেয়ারম্যান হিসেবে গেজেট পাশ হয়। গত ৩ অক্টোবর রবিবার ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে তাকে শপথ বাক্য পাঠ করান ঢাকা বিভাগীয় কমিশনার মো. খলিলুর রহমান। প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষে সোমবার তিনি চরভদ্রাসন উপজেলা পরিষদের চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করেন।


উপদেষ্ঠা : আলহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদ ধনু, মাননীয় জাতীয় সংসদ সদস্য, ১৫৬ ময়মনসিংহ ১১ (ভালুকা), সদস্য, শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

সম্পাদকঃ মো এনায়েত হোসেন

সহ-সম্পাদক : মেছ মাউল আলম (মোহন)

প্রকাশক। মোঃ বোরহান হাওলাদার (জসিম)

নির্বাহী সম্পাদকঃ বীর মুক্তিযুদ্ধা জোনাস ঢাকী।

বার্তা সম্পাদক : মো: সোহেল রানা