ভারতে পৌঁছেছে নৌবাহিনীর যুদ্ধজাহাজ ‘সমুদ্র অভিযান’


ভোরের ধ্বনি অনলাইন ডেস্ক , আপডেট করা হয়েছে : 04-10-2021

ভারতে পৌঁছেছে নৌবাহিনীর যুদ্ধজাহাজ ‘সমুদ্র অভিযান’

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে ৫ দিনের শুভেচ্ছা সফরে সোমবার (৪ অক্টোবর) ভারতের বিশাখাপত্তম পৌঁছেছে বাংলাদেশ নৌবাহিনীর যুদ্ধজাহাজ ‘সমুদ্র অভিযান’।

ভারতীয় নৌবাহিনীর এক বিবৃতিতে বলে হয়েছে , বাংলাদেশ নৌবাহিনীর এই সফর জাতির পিতা, বন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী এবং সেইসাথে বাংলাদেশের স্বাধীনতার ৫০ তম বার্ষিকী উপলক্ষে ‘সমুদ্র অভিযান’ এর এই সফর।

বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) চট্টগ্রাম নৌ ঘাঁটি থেকে এটি ভারতের উদ্দেশে রওয়ানা দেয়। নৌবাহিনীর রীতি অনুযায়ী সুসজ্জিত বাদ্য দলের বাদ্য পরিবেশনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে জাহাজটিকে বিদায় জানানো হয়। এসময় কমান্ডার রিয়ার অ্যাডমিরাল এসএম আবুল কালাম আজাদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

জাহাজের অধিনায়ক ক্যাপ্টেন আল ফারুক মাহমুদ হোসেনের নেতৃত্বে ৩২ জন কর্মকর্তা ৪০ জন মিডশিপম্যানসহ ২২৮ সদস্য শুভেচ্ছা সফরে অংশ নিয়েছেন। জাহাজটি আগামী ১০ অক্টোবর দেশে ফিরবে।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ভারতে অবস্থানের সময় ভারতের বিশাখাপত্তম নেভাল অডিটোরিয়ামে বিশেষ প্রামাণ্যচিত্র ও স্থিরচিত্র প্রদর্শিত হবে। প্রদর্শনীতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী অবদান এবং মহান মুক্তিযুদ্ধে বন্ধুপ্রতিম দেশ ভারতের ঐতিহাসিক ভূমিকা তুলে ধরা হবে।বিশাখাপত্তনম বন্দরে অবস্থানের সময় ভারতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার, দেশটির নৌসমর বিশেষজ্ঞরা, বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণকারী ভারতীয় বীরযোদ্ধা এবং দেশটির নৌবাহিনী কর্মকর্তা ও নাবিকরা জাহাজটি পরিদর্শন করবেন


উপদেষ্ঠা : আলহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদ ধনু, মাননীয় জাতীয় সংসদ সদস্য, ১৫৬ ময়মনসিংহ ১১ (ভালুকা), সদস্য, শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

সম্পাদকঃ মো এনায়েত হোসেন

সহ-সম্পাদক : মেছ মাউল আলম (মোহন)

প্রকাশক। মোঃ বোরহান হাওলাদার (জসিম)

নির্বাহী সম্পাদকঃ বীর মুক্তিযুদ্ধা জোনাস ঢাকী।

বার্তা সম্পাদক : মো: সোহেল রানা