জরাজীর্ণ পরিবেশে বাস করছেন বন বিভাগের কর্মকর্তা-কর্মচারীর


ভোরের ধ্বনি অনলাইন ডেস্ক , আপডেট করা হয়েছে : 04-10-2021

জরাজীর্ণ পরিবেশে বাস করছেন বন বিভাগের কর্মকর্তা-কর্মচারীর

টাঙ্গাইলের মির্জাপুরে বন বিভাগের রেঞ্জ অফিসের অধীনে ৬টি বিট অফিস ও আবাসিক ভবনগুলো যুগ যুগ ধরে জরাজীর্ণ ও বসবাসের অনুপযোগী বলে অভিযোগ পাওয়া গেছে। ভাঙ্গাচোরা অফিস ও আবাসিক ভবনে একটু বৃষ্টি হলেই পানি পড়ে সরকারী মূল্যবান কাগজপত্র ও আসবাবপত্র ভিজে নষ্ট হয়ে যাচ্ছে। সেই সঙ্গে কর্মকর্তা-কর্মচারীগন পরিবার পরিজন নিয়ে মানবেতর জীবন যাপন করছেন। সোমবার (৪ অক্টোবর) উপজেলার বন বিভাগের বিট অফিস ঘুরে দেখা গেছে অফিস ও আবাসিক ভবনগুলোর খুবই করুন চিত্র।

উপজেলা বাঁশতৈল রেঞ্জ অফিস সূত্র জানায়, মির্জাপুর উপজেলায় বিশাল এই বনভূমি দেখাশোনার জন্য সরকারী ভাবে ৬টি বিট অফিস রয়েছে। বিট অফিসগুলো হচ্ছে, আজগানা ইউনিয়নের কুড়িপাড়া বিট অফিস, হাঁটুভাঙ্গা বিট অফিস, তরফপুর ইউনিয়নের পাথরঘাটা বিট অফিস, বাঁশতৈল ইউনিয়নের বাঁশতৈল সদর বিট অফিস, বংশীনগর বিট অফিস এবং মির্জাপুর ও সখীপুর উপজেলার সীমান্তবর্তী এলাকার হাতীবান্ধা ইউনিয়নের নলুয়া বিট অফিস। বিট অফিসগুলো ও কর্মকর্তা-কর্মচারীদের আবাসিক ভবনগুলো যুগ যুগ ধরে খুবই জরাজীর্ণ এবং বসবাসের অনুপযোগি।বাঁশতৈল সদর বিট অফিসের বিট কর্মকর্তা মো. জাহিদ হোসেন এবং বংশীনগর বিট অফিসের বিট কর্মকর্তা মো. রুমি জামান জানান, ৬টি বিট অফিসের অধীনে একজন রেঞ্জ অফিসার, বিট অফিসার, বন প্রহরী ও বাগান মালিকগন অত্যন্ত ঝুঁকি ও নিরাপত্তাহীনতার মধ্যে তাদের দায়িত্ব পালন করে আসছেন। শত বছরের পুরনো ও জরাজীর্ন টিন সেট ভবনগুলো এখন বসবাসের অনুপযোগি। আবাসিক ভবনের টিনের চাল ও চারপাশের বেড়া ছিদ্র হয়ে একটু বৃষ্টি হলেই পানি পড়ে। এতে করে অফিসের মূল্যবান সরকারী কাগজপত্র ও আসবাবপত্র ন


উপদেষ্ঠা : আলহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদ ধনু, মাননীয় জাতীয় সংসদ সদস্য, ১৫৬ ময়মনসিংহ ১১ (ভালুকা), সদস্য, শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

সম্পাদকঃ মো এনায়েত হোসেন

সহ-সম্পাদক : মেছ মাউল আলম (মোহন)

প্রকাশক। মোঃ বোরহান হাওলাদার (জসিম)

নির্বাহী সম্পাদকঃ বীর মুক্তিযুদ্ধা জোনাস ঢাকী।

বার্তা সম্পাদক : মো: সোহেল রানা