আইএসআইএসের ঘাঁটি ধ্বংস করেছে তালেবান


ভোরের ধ্বনি অনলাইন ডেস্ক , আপডেট করা হয়েছে : 04-10-2021

আইএসআইএসের ঘাঁটি ধ্বংস করেছে তালেবান

আফগানিস্তানের রাজধানী কাবুলের উত্তরে জঙ্গিগোষ্ঠী আইএসের শাখা আইএসআইএস-খোরাসানের একটি সেল বা ঘাঁটি ধ্বংস করে দিয়েছে তালেবান যোদ্ধারা। সোমবার (৪ অক্টোবর) এ তথ্য জানিয়েছেন তালেবানের এক মুখপাত্র। খবর প্রকাশ করেছে বার্তা সংস্থা রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়েছে, কাবুলের একটি মসজিদের বাইরে বিস্ফোরণের পর বেশ কয়েকজন বেসামরিক নাগরিক নিহত ও আহত হওয়ার ঘটনায় তালেবান এ পদক্ষেপ নিয়েছে বলে সন্দেহ। তবে রবিবারের বিস্ফোরণের সঙ্গে এই অপারেশনের সরাসরি সম্পর্ক ছিল কি না, সে ব্যাপারে নিশ্চিত হওয়া যায়নি।

তালেবানের প্রধান মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ বলেন, রবিবার কাবুল শহরের উত্তরের জেলায় আইএসআইএসের বিরুদ্ধে অপারেশন পরিচালনা করেছে তালেবানের একটি বিশেষ ইউনিট। তাদের ঘাঁটি পুরোপুরি ধ্বংস করা হয়েছে এবং ভেতরে থাকা গোষ্ঠীটির সব সদস্য নিহত হয়েছেন।

তার আগে স্থানীয় মিডিয়াগুলো জানিয়েছে, এলাকায় ব্যাপক সংঘর্ষ হয়েছে। বাসিন্দারা নিশ্চিত করেছেন যে, তারা রাতে বিস্ফোরণ এবং গুলির শব্দ শুনেছেন।


উপদেষ্ঠা : আলহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদ ধনু, মাননীয় জাতীয় সংসদ সদস্য, ১৫৬ ময়মনসিংহ ১১ (ভালুকা), সদস্য, শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

সম্পাদকঃ মো এনায়েত হোসেন

সহ-সম্পাদক : মেছ মাউল আলম (মোহন)

প্রকাশক। মোঃ বোরহান হাওলাদার (জসিম)

নির্বাহী সম্পাদকঃ বীর মুক্তিযুদ্ধা জোনাস ঢাকী।

বার্তা সম্পাদক : মো: সোহেল রানা