জলসীমায় শত্রুদের দাঁতভাঙা জবাব দেওয়া হবে, ইরানের হুঁশিয়ারি


ভোরের ধ্বনি অনলাইন ডেস্ক , আপডেট করা হয়েছে : 04-10-2021

জলসীমায় শত্রুদের দাঁতভাঙা জবাব দেওয়া হবে, ইরানের হুঁশিয়ারি

শত্রুর যেকোনো হুমকি মোকাবেলায় ইরানের নৌবাহিনী অত্যন্ত শক্তিশালীভাবে প্রস্তুত রয়েছে বলে জানিয়ে দিয়েছেন দেশটির নৌবাহিনী কমান্ডার রিয়ার অ্যাডমিরাল শাহরাম ইরানি। দেশের জলসীমায় শত্রুর যেকোনো ভুলের দাঁতভাঙা জবাব দেওয়া হবে বলেও হুঁশিয়ার দেন তিনি। শনিবার নৌবাহিনীর এক অনুষ্ঠানে অংশ নিয়ে এসব কথা বলেন তিনি। 

রিয়ার অ্যাডমিরাল শাহরাম ইরানি বলেন, ইরানি নৌসেনাদের জবাব এতটাই কঠোর হবে যে, শত্রুদের তাদের ভুল পদক্ষেপের জন্য অনুতপ্ত হতে হবে। তেহরানের ওপর অব্যাহত নিষেধাজ্ঞা সত্ত্বেও দেশের তরুণরা বিভিন্ন ধরনের উন্নত প্রযুক্তি আবিষ্কার করে দেশকে সামরিক খাতে স্বনির্ভর করেছে।

এদিকে, পরমাণু চুক্তি নিয়ে আলোচনা ফের শুরু করতে ‘সদিচ্ছার প্রমাণ’ হিসেবে ওয়াশিংটনকে আটকে রাখা অর্থের মধ্যে এক হাজার কোটি ডলার ছাড় করতে বলেছে তেহরান।

সূত্র : তেহরান টাইমস


উপদেষ্ঠা : আলহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদ ধনু, মাননীয় জাতীয় সংসদ সদস্য, ১৫৬ ময়মনসিংহ ১১ (ভালুকা), সদস্য, শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

সম্পাদকঃ মো এনায়েত হোসেন

সহ-সম্পাদক : মেছ মাউল আলম (মোহন)

প্রকাশক। মোঃ বোরহান হাওলাদার (জসিম)

নির্বাহী সম্পাদকঃ বীর মুক্তিযুদ্ধা জোনাস ঢাকী।

বার্তা সম্পাদক : মো: সোহেল রানা