কালিয়াকৈরে বিপুল পরিমাণে গজারি গাছ কর্তন


ভোরের ধ্বনি অনলাইন ডেস্ক , আপডেট করা হয়েছে : 04-10-2021

কালিয়াকৈরে বিপুল পরিমাণে গজারি গাছ কর্তন

গাজীপুরের কালিয়াকৈর রেঞ্জের আওতাধীন চন্দ্রা বিটের গজারি বনের ভিতর দিয়ে বিপুল পরিমাণ গজারি গাছ কর্তন করে রাস্তা নির্মাণ করা হয়েছে।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, কালিয়াকৈর উপজেলা চন্দ্রা এলাকায় চন্দ্রা-কালামপুর সড়কের সিপি বাংলাদেশ কারখানার  পিছনে দিকে শালবন। একটি কুচক্র মহল রাতের আঁধারে বনবিভাগের জমিতে শালবন থেকে বিপুল পরিমাণ গজারি গাছ কেটে রাস্তা নির্মাণ করেছে বলে অভিযোগ উঠেছে। বনবিভাগের লোকজনের যোগসাজশে বিভিন্ন অপকর্ম করে আসছে এলাকার কিছু দালাল চক্ররা। এভাবেই গজারি গাছ কাটা হলে কোনও এক সময় গাজীপুরের শালবন উজার হয়ে  যাবে।

এ ব্যপারে চন্দ্রা বিট কর্মকর্তা শরীফ উর রহমান চৌধুরী জানান, যারাই গজারি গাছ কেটে রাস্তা নির্মাণ করেছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

উপদেষ্ঠা : আলহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদ ধনু, মাননীয় জাতীয় সংসদ সদস্য, ১৫৬ ময়মনসিংহ ১১ (ভালুকা), সদস্য, শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

সম্পাদকঃ মো এনায়েত হোসেন

সহ-সম্পাদক : মেছ মাউল আলম (মোহন)

প্রকাশক। মোঃ বোরহান হাওলাদার (জসিম)

নির্বাহী সম্পাদকঃ বীর মুক্তিযুদ্ধা জোনাস ঢাকী।

বার্তা সম্পাদক : মো: সোহেল রানা