ভূমধ্যসাগর থেকে ৬৫ অভিবাসন প্রত্যাশী উদ্ধার


ভোরের ধ্বনি অনলাইন ডেস্ক , আপডেট করা হয়েছে : 03-10-2021

ভূমধ্যসাগর থেকে ৬৫ অভিবাসন প্রত্যাশী উদ্ধার

ভূমধ্যসাগর থেকে ৬৫ অভিবাসন প্রত্যাশীকে উদ্ধার করার খবর পাওয়া গেছে। ইউরোপগামী এই অভিবাসীদের স্থানীয় সময় শনিবার ভূমধ্যসাগরের বউরি তেলক্ষেত্র এলাকা থেকে উদ্ধার করা হয়। খবর এপি ও ইউরো নিউজের।

জানা গেছে, নারী ও শিশুসহ অভিবাসন প্রত্যাশীরা ছোট একটি কাঠের নৌকায় সাগর পারি দিচ্ছিল। তবে ইঞ্জিন জটিলতায় নৌকাটি বন্ধ হয়ে গেলে ভূমধ্যসাগরে ভাসতে থাকে, বিষয়টি পর্যবেক্ষক বিমানের নজরে এলে তাদের উদ্ধার করা হয়।

এপি জানিয়েছে, উদ্ধার হওয়া অভিবাসীদের কারোই লাইফ জ্যাকেট ছিল না। উল্লেখ্য, এ বছর ৪৪ হাজার অভিবাসন প্রত্যাশী তিউনিশিয়া ও লিবিয়া থেকে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে হয়ে ইউরোপ পৌঁছেছে।

উপদেষ্ঠা : আলহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদ ধনু, মাননীয় জাতীয় সংসদ সদস্য, ১৫৬ ময়মনসিংহ ১১ (ভালুকা), সদস্য, শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

সম্পাদকঃ মো এনায়েত হোসেন

সহ-সম্পাদক : মেছ মাউল আলম (মোহন)

প্রকাশক। মোঃ বোরহান হাওলাদার (জসিম)

নির্বাহী সম্পাদকঃ বীর মুক্তিযুদ্ধা জোনাস ঢাকী।

বার্তা সম্পাদক : মো: সোহেল রানা