নড়াইলে মাদক মামলায় একজনের যাবজ্জীবন


ভোরের ধ্বনি অনলাইন ডেস্ক , আপডেট করা হয়েছে : 03-10-2021

নড়াইলে মাদক মামলায় একজনের যাবজ্জীবন

নড়াইলে মিঠু ওরফে মিন্টু (৩২) নামে মাদক কারবারীকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন আদালত। রবিবার দুপুরে নড়াইলের জেলা ও দায়রা জজ মুন্সি মোহাম্মদ মশিয়ার রহমান এ দন্ডাদেশ দেন। যাবজ্জীবন ছাড়াও আসামিকে দশ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো এক বছরের কারাদন্ড দেয়া হয়। দন্ডপ্রাপ্ত মিঠু যশোর জেলার কোতয়ালী থানার আড়পাড়া গ্রামের আব্দুর সামাদ বিশ্বাসের ছেলে।

মামলার বিবরণে জানা গেছে, গত ২০১২ সালের ৩০ নভেম্বর ডিবি পুলিশ নড়াইল-যশোর সড়কে সদর উপজেলার চাচড়া প্রাথমিক বিদ্যালয় এলাকায় একটি বাস থেকে ৪৯ বোতল ভারতীয় ফেন্সিডিলসহ মিঠুকে আটক করে। 

এ ঘটনায় জেলা গোয়েন্দা বিভাগের এস আই ওয়ালিউল ইসলাম বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সদর থানায় মামলা দয়ের করেন। মামলায় মোট ৬ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহন শেষে আসামীর বিরুদ্ধে অভিযোগ সন্দেহাতিত ভাবে প্রমানিত হওয়ায় আদালত এ দন্ডাদেশ দেন।

উপদেষ্ঠা : আলহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদ ধনু, মাননীয় জাতীয় সংসদ সদস্য, ১৫৬ ময়মনসিংহ ১১ (ভালুকা), সদস্য, শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

সম্পাদকঃ মো এনায়েত হোসেন

সহ-সম্পাদক : মেছ মাউল আলম (মোহন)

প্রকাশক। মোঃ বোরহান হাওলাদার (জসিম)

নির্বাহী সম্পাদকঃ বীর মুক্তিযুদ্ধা জোনাস ঢাকী।

বার্তা সম্পাদক : মো: সোহেল রানা