বিশ্বে করোনায় মৃত্যু ৫০ লক্ষ ছাড়ালো


ভোরের ধ্বনি অনলাইন ডেস্ক , আপডেট করা হয়েছে : 03-10-2021

বিশ্বে করোনায় মৃত্যু ৫০ লক্ষ ছাড়ালো

মহামারি করোনাভাইরাসের প্রভাব কাটিয়ে স্বাভাবিক হতে শুরু করেছে বিশ্বের অধিকাংশ দেশ। তবে এখনো অসংখ্য মানুষ ভাইরাসটিতে আক্রান্ত হচ্ছেন এবং মারা যাচ্ছেন। এরই মধ্যে মৃতের সংখ্যা ৫ মিলিয়ন বা ৫০ লক্ষ ছাড়িয়েছে। খবর প্রকাশ করেছে ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইল।

প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার (১ অক্টোবর) পর্যন্ত পুরো বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ৫ মিলিয়ন ছাড়িয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি লোক মারা গেছে যুক্তরাষ্ট্র, ব্রাজিল, ভারত, রাশিয়া ও মেক্সিকোতে।বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, মৃতের সংখ্যা ২.৫ মিলিয়ন পর্যন্ত পৌঁছাতে সময় লেগেছে এক বছর। আর পরবর্তী ২.৫ মিলিয়ন হতে সময় লেগেছে মাত্র ৮ মাস।গত সপ্তাহে পুরো বিশ্বে করোনায় মারা গেছে গড়ে ৮ হাজার। অর্থাৎ প্রতি মিনিটে প্রায় ৫ জন। তবে আশার কথা হচ্ছে, সাম্প্রতিক সপ্তাহগুলোতে আক্রান্ত ও মৃত্যু দু'টোই কমতে শুরু করেছে।


উপদেষ্ঠা : আলহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদ ধনু, মাননীয় জাতীয় সংসদ সদস্য, ১৫৬ ময়মনসিংহ ১১ (ভালুকা), সদস্য, শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

সম্পাদকঃ মো এনায়েত হোসেন

সহ-সম্পাদক : মেছ মাউল আলম (মোহন)

প্রকাশক। মোঃ বোরহান হাওলাদার (জসিম)

নির্বাহী সম্পাদকঃ বীর মুক্তিযুদ্ধা জোনাস ঢাকী।

বার্তা সম্পাদক : মো: সোহেল রানা