পেকুয়ায় বিদ্যুৎতায়িত হয়ে স্কুল দপ্তরীর মৃত্যু


ভোরের ধ্বনি অনলাইন ডেস্ক , আপডেট করা হয়েছে : 03-10-2021

পেকুয়ায় বিদ্যুৎতায়িত হয়ে স্কুল দপ্তরীর মৃত্যু

কক্সবাজারের পেকুয়ায় গাছের ডালপালা কাটার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আবু মোহাম্মদ ইউসুফ (৩২) নামে এক স্কুল দপ্তরী মারা গেছেন। আজ রবিবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার মগনামা ইউনিয়নের হাজী মৌলভী পাড়ার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ইউসুফ ওই এলাকার মাস্টার আবু ছৈয়দের ছেলে ও মধ্যম মগনামা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দপ্তরী হিসেবে কর্মরত ছিলেন। 

নিহতের পরিবারের সদস্যরা জানায়, গত দুইদিন ধরে বাড়ি সংলগ্ন এলাকার লাইনের ট্রান্সফরমার নষ্ট হয়ে যাওয়ায় বিদ্যুৎ ছিল না। এ সুযোগে সকালে বাড়ির চারদিকে গাছের ডালপালা কেটে দেওয়ার জন্য গাছে ওঠেন আবু ইউসুফ। কিন্তু খুঁটির ওপরের একটি তারে সবসময় বিদ্যুৎ থাকে তা জানা ছিলনা তার।

এ অবস্থায় গাছের ডাল কাটতে গিয়ে একটি ডাল তারের উপর পড়লে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাটিতে পড়ে যান তিনি। স্থানীয় লোকজন উদ্ধার করে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

পেকুয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) কানন সরকার বিদ্যুৎস্পৃষ্টে ইউসুফ নামে এক স্কুল দপ্তরী মারা যাওয়ার সত্যতা নিশ্চিত করেছেন।


উপদেষ্ঠা : আলহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদ ধনু, মাননীয় জাতীয় সংসদ সদস্য, ১৫৬ ময়মনসিংহ ১১ (ভালুকা), সদস্য, শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

সম্পাদকঃ মো এনায়েত হোসেন

সহ-সম্পাদক : মেছ মাউল আলম (মোহন)

প্রকাশক। মোঃ বোরহান হাওলাদার (জসিম)

নির্বাহী সম্পাদকঃ বীর মুক্তিযুদ্ধা জোনাস ঢাকী।

বার্তা সম্পাদক : মো: সোহেল রানা