নির্বাচনের আগেই বিজয়ী দাবি করে তোরণ নির্মাণ, মিষ্টি বিতরণ আওয়ামী লীগ প্রার্থীর


ভোরের ধ্বনি অনলাইন ডেস্ক , আপডেট করা হয়েছে : 03-10-2021

নির্বাচনের আগেই বিজয়ী দাবি করে তোরণ নির্মাণ, মিষ্টি বিতরণ আওয়ামী লীগ প্রার্থীর

নির্বাচনের আগেই বিজয়ী দাবি করে তোরণ নির্মাণ ও মিষ্টি বিতরণ করেছেন মো. রফিকুল ইসলাম নান্নু নামের এক আওয়ামী লীগ প্রার্থী। সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ৮নং পাঙ্গাসী ইউনিয়নে এ ঘটনা ঘটেছে। ইউনিয়ন পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপের তফসিল ঘোষণার পর মনোয়নপত্র জমা দিয়েই মিষ্টি বিতরণ করেছেন নান্নু। 

শুধু তাই নয়, নান্নু নিজেকে ইউপি চেয়ারম্যান হিসেবে জাহির করে পাঙ্গাসী ইউনিয়ন পরিষদের মূল ফটকের সামনে একটি তোরণ নির্মাণ করেছেন। যার উপরের অংশে লেখা রয়েছে পাঙ্গাসী ইউনিয়ন আওয়ামী লীগের পরিচিতি সভায় অধ্যাপক ডা. আব্দুল আজিজ এমপি মহোদয়ের আগমন শুভেচ্ছায় স্বাগতম। আর নিচের দুই অংশে লেখা রয়েছে শুভেচ্ছান্তে মো. রফিকুল ইসলাম নান্নু। চেয়ারম্যান, ৮নং পাঙ্গাসী ইউনিয়ন পরিষদ, রায়গঞ্জ, সিরাজগঞ্জ।

পাঙ্গাসী বাজারের ব্যবসায়ী আব্দুল মতিন বলেন, নান্নুকে সবাই বিএসসি মাস্টার বলে চেনে। সে কখনও আওয়ামী লীগ করেনি।

এ বিষয়ে চেয়ারম্যান প্রার্থী মো. রফিকুল ইসলাম নান্নুর গণমাধ্যমকে জানান, এমপির আগমন উপলক্ষে ওই তোরণ আমি লাগিয়েছি। তবে চেয়ারম্যান শব্দের পর পদ-প্রার্থী শব্দটি ভুলে হয়ে গেছে। এটা আমার ভুল না। কম্পিউটারের ভুল। আর মানুষ মিষ্টি খেতে চাইলো তাই সবাকে নিয়ে একটু মিষ্টি মুখ করেছি। আল্লাহ চাইলে চেয়ারম্যান তো হতেই পারি।

ওই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুস সালাম জানান, ওই তোরণ শুক্রবার সকালে পরিষদের প্রধান ফটকের সামনে লাগানোর পর থেকেই আমি বিভিন্ন লোকের প্রশ্নের সম্মুখীন হচ্ছি।

এ বিষয়ে পাঙ্গাসী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সুলতান মাহমুদের জানান, বিষয়টি তার জানা নেই। তবে এমন কাজ কাণ্ডজ্ঞানহীনতার পরিচয়।


উপদেষ্ঠা : আলহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদ ধনু, মাননীয় জাতীয় সংসদ সদস্য, ১৫৬ ময়মনসিংহ ১১ (ভালুকা), সদস্য, শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

সম্পাদকঃ মো এনায়েত হোসেন

সহ-সম্পাদক : মেছ মাউল আলম (মোহন)

প্রকাশক। মোঃ বোরহান হাওলাদার (জসিম)

নির্বাহী সম্পাদকঃ বীর মুক্তিযুদ্ধা জোনাস ঢাকী।

বার্তা সম্পাদক : মো: সোহেল রানা