লকডাউন বাস্তবায়নে মহাসড়কে কঠোর হাইওয়ে পুলিশ


ভোরের ধ্বনি ডেস্ক , আপডেট করা হয়েছে : 25-07-2021

লকডাউন বাস্তবায়নে মহাসড়কে কঠোর হাইওয়ে পুলিশ

লকডাউনের তৃতীয় দিনেও কঠোর অবস্থানে রয়েছে হাইওয়ে পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। সাধারণ মানুষ আইন ভঙ্গ করলেই শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে। এদিন ঢাকা-চট্টগ্রাম-সিলেট মহাসড়কের ৬টি স্থানে চেকপোস্ট স্থাপন করা হয়েছে বলে জানিয়েছেন কাঁচপুর হাইওয়ে থানার ওসি মো. মনিরুজ্জামান।  আজ রবিবার সকালে সিদ্ধিরগঞ্জস্থ ঢাকা চট্টগ্রাম মহাসড়কের সাইনবোর্ড মোড়ে সকালে এমন চিত্র দেখা গেছে।

সরেজমিনে গিয়ে দেখা যায়, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সাইনবোর্ড মোড়ে হাইওয়ে পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী চেকপোস্ট স্থাপন করেছে। সেখানে জরুরি কোনো কারণ ছাড়া কোনো যাত্রীকেই রাজধানীতে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। পণ্যবাহী পরিবহনগুলোকেও জিজ্ঞাসাবাদ করে রাজধানীতে প্রবেশ করতে দেওয়া হচ্ছে। নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান ফারুক জানান, হাইওয়ে পুলিশ, জেলা পুলিশ, আনসার, র‍্যাব ছাড়াও সেনাবাহিনীর ৩টি টিম, ২ প্লাটুন বিজিবি, মোবাইল কোর্টের ২৩টি টিম মাঠে কাজ করছে।  

কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান জানান, কঠোর বিধিনিষেধ বাস্তবায়নে মহাসড়কে পুলিশ তৎপর রয়েছে। এছাড়াও মহাসড়কের ৬টি স্থানে চেকপোস্ট স্থাপন করা হয়েছে। জরুরি প্রয়োজন ছাড়া কোনো গাড়ি বের হতে দেওয়া হচ্ছে না। 


উপদেষ্ঠা : আলহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদ ধনু, মাননীয় জাতীয় সংসদ সদস্য, ১৫৬ ময়মনসিংহ ১১ (ভালুকা), সদস্য, শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

সম্পাদকঃ মো এনায়েত হোসেন

সহ-সম্পাদক : মেছ মাউল আলম (মোহন)

প্রকাশক। মোঃ বোরহান হাওলাদার (জসিম)

নির্বাহী সম্পাদকঃ বীর মুক্তিযুদ্ধা জোনাস ঢাকী।

বার্তা সম্পাদক : মো: সোহেল রানা