সিলেটে কমেছে করোনা রোগী, হাসপাতাল ফাঁকা!


ভোরের ধ্বনি অনলাইন ডেস্ক , আপডেট করা হয়েছে : 02-10-2021

সিলেটে কমেছে করোনা রোগী, হাসপাতাল ফাঁকা!

সিলেটে করোনাভাইরাসের দাপট এখন আর নেই। গত প্রায় মাসখানেক ধরেই সংক্রমণের হার প্রায় নিয়ন্ত্রণের মধ্যেই রয়েছে। নেই আগের মতো মৃত্যুরও আস্ফালন। এরকম অবস্থায় হাসপাতালগুলোতে রোগীর চাপও নেই। করোনা রোগীদের জন্য প্রস্তুত রাখা হাসপাতালের শয্যাগুলো এখন অনেকটাই ফাঁকা।

স্বাস্থ্য অধিদফতর সিলেট বিভাগীয় কার্যালয় সূত্রে জানা গেছে, সিলেটে করোনা রোগীদের জন্য ৪৮৭টি শয্যা আছে। কিন্তু বর্তমানে এসব শয্যার মধ্যে ৪৬টি শয্যায় করোনাক্রান্ত রোগী ভর্তি আছেন। বাকি শয্যাগুলো খালি পড়ে আছে।

এর বাইরে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ৩৫০ শয্যার করোনা ইউনিটে সন্দেহজনক আক্রান্ত হিসেবে ৬২ জনকে ভর্তি রাখা হয়েছে।

এদিকে, সিলেটে সর্বশেষ চব্বিশ ঘন্টায় করোনায় আক্রান্ত হয়ে ১ জনের মৃত্যু ও ২২ জন নতুন রোগী শনাক্ত হয়েছেন।
 
স্বাস্থ্য অধিদফতর জানায়, শুক্রবার সকাল ৮টা থেকে আজ শনিবার সকাল ৮টার মধ্যে হবিগঞ্জ জেলায় করোনাক্রান্ত হয়ে ১ জন মারা গেছেন। তাকে নিয়ে মৃতের সংখ্যা ১১৬৪ জনে দাঁড়িয়েছে। এর মধ্যে ওসমানীতে ১১৭ জনসহ সিলেট জেলায় মৃতের সংখ্যা ৯৭২ জন। মৃতদের মধ্যে সুনামগঞ্জের ৭২ জন, মৌলভীবাজারের ৭২ জন ও হবিগঞ্জের ৪৮ জন রয়েছেন।

এদিকে, সর্বশেষ চব্বিশ ঘণ্টায় সিলেট বিভাগে ২২ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এর মধ্যে সিলেট জেলায় শনাক্ত হন ১১ জন। বাকিদের মধ্যে সুনামগঞ্জের ১ জন, মৌলভীবাজারের ৫ জন ও হবিগঞ্জের ৫ জন রয়েছেন। ৮১২ জনের নমুনা পরীক্ষা করে এই ২২ জনকে শনাক্ত করা হয়েছে। শনাক্তের হার ২.৭১ ভাগ।

সবমিলিয়ে বিভাগে করোনাক্রান্তের সংখ্যা এখন ৫৪ হাজার ৬১৬ জন। এর মধ্যে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ৪৮১২ জনসহ সিলেট জেলায় শনাক্তের সংখ্যা ৩৩ হাজার ৬৩৬ জন। সুনামগঞ্জের ৬২৪০ জন, মৌলভীবাজারের ৮১০৮ জন ও হবিগঞ্জের ৬৬৩২ জন রয়েছেন শনাক্তের তালিকায়।

সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. হিমাংশু লাল রায় জানান, সর্বশেষ চব্বিশ ঘণ্টায় বিভাগে সুস্থ হয়েছেন ৪০ জন। সুস্থ হওয়াদের মোট সংখ্যা এখন ৪৮ হাজার ১৮২ জন।


উপদেষ্ঠা : আলহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদ ধনু, মাননীয় জাতীয় সংসদ সদস্য, ১৫৬ ময়মনসিংহ ১১ (ভালুকা), সদস্য, শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

সম্পাদকঃ মো এনায়েত হোসেন

সহ-সম্পাদক : মেছ মাউল আলম (মোহন)

প্রকাশক। মোঃ বোরহান হাওলাদার (জসিম)

নির্বাহী সম্পাদকঃ বীর মুক্তিযুদ্ধা জোনাস ঢাকী।

বার্তা সম্পাদক : মো: সোহেল রানা