নির্বাসন থেকে দেশে ফিরেই আটক জর্জিয়ার সাবেক প্রেসিডেন্ট


, আপডেট করা হয়েছে : 02-10-2021

নির্বাসন থেকে দেশে ফিরেই আটক জর্জিয়ার সাবেক প্রেসিডেন্ট

দীর্ঘ আট বছর পর দেশে ফিরেই আটক হলেন জর্জিয়ার সাবেক প্রেসিডেন্ট মিখাইল শাকাশভিলি। জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে ইউক্রেনের নির্বাসন জীবনের সমাপ্তি ঘটিয়ে দেশে ফিরেছিলেন তিনি।

সাবেক প্রেসিডেন্ট মিখাইল শাকাশভিলিকে গতকাল শুক্রবার সন্ধ্যায় রুস্তাভির একটি কারাগারে নিয়ে যায় নিরাপত্তা বাহিনী। এর আগে আট বছর ইউক্রেনে নির্বাসনে ছিলেন তিনি।  

শনিবারের নির্বাচনকে জর্জিয়ার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ দাবি করে ফেসবুকে একটি পোস্ট দেন আটক হওয়া সাবেক প্রেসিডেন্ট শাকাশভিলি। তিনি রাজধানী তিবলিসি’তে একটি র‌্যালির ডাক দেন। এতে নিজেও অংশ নেবেন বলেও প্রতিশ্রুতি দেন। এর ১৮ ঘণ্টা পরই তাকে আটকের ঘোষণা দেয় সরকার। 

এক সংবাদ সম্মেলনে জর্জিয়ার প্রধানমন্ত্রী বলেন, আমি জনগণকে জানাতে চাই জর্জিয়ার তৃতীয় সাবেক প্রেসিডেন্ট মিখাইলকে আটক করা হয়েছে।

সূত্র: ডয়চে ভেলে


উপদেষ্ঠা : আলহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদ ধনু, মাননীয় জাতীয় সংসদ সদস্য, ১৫৬ ময়মনসিংহ ১১ (ভালুকা), সদস্য, শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

সম্পাদকঃ মো এনায়েত হোসেন

সহ-সম্পাদক : মেছ মাউল আলম (মোহন)

প্রকাশক। মোঃ বোরহান হাওলাদার (জসিম)

নির্বাহী সম্পাদকঃ বীর মুক্তিযুদ্ধা জোনাস ঢাকী।

বার্তা সম্পাদক : মো: সোহেল রানা