রাজনীতি থেকে অবসরের ঘোষণা দুতার্তের


ভোরের ধ্বনি অনলাইন ডেস্ক , আপডেট করা হয়েছে : 02-10-2021

রাজনীতি থেকে অবসরের ঘোষণা দুতার্তের

রাজনীতি থেকে অবসরের ঘোষণা দিয়েছেন ফিলিপাইনের আলোচিত প্রেসিডেন্ট রদ্রিগো দুর্তার্তে। মেয়েকে রাজনীতি আসার সুযোগ করে দিতেই তিনি এমন সিদ্ধান্ত নিয়েছেন বলে গুঞ্জন ছড়িয়েছে। দুর্তার্তে বলেছেন, তিনি ভাইস প্রেসিডেন্ট পদপ্রার্থী হিসেবেও নির্বাচনে লড়বেন না। 

চলতি বছরের আগস্টে দুতার্তে ভাইস প্রেসিডেন্ট পদে লড়াইয়ের ঘোষণা দেন। কিন্তু অনেকেই তা ভালোভাবে নেননি। পর্দার আড়াল থেকে ক্ষমতা নিজের হাতে রেখে দিতে চান দুতার্তে- এমন গুঞ্জনও উঠেছিল। এরমধ্যেই এবার রাজনীতি ছাড়ার ঘোষণা দিয়েছেন তিনি। তবে কবে থেকে তিনি রাজনীতি করবেন না তা বলেননি।

রাজনীতি ছাড়ার ঘোষণা দিয়ে দুর্তাতে বলেন, ‘ফিলিপিনোর মধ্যে অনেকে মনে করেন, আমি ভাইস প্রেসিডেন্ট পদে যোগ্য নই, এ পদে নির্বাচনী লড়াই করলে সংবিধান লঙ্ঘিত হবে, এটা সংবিধানের আদর্শের জন্য যায় না। আজ আমি রাজনীতি থেকে অবসরের ঘোষণা দিচ্ছি।’

সূত্র : এনডিটিভি


উপদেষ্ঠা : আলহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদ ধনু, মাননীয় জাতীয় সংসদ সদস্য, ১৫৬ ময়মনসিংহ ১১ (ভালুকা), সদস্য, শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

সম্পাদকঃ মো এনায়েত হোসেন

সহ-সম্পাদক : মেছ মাউল আলম (মোহন)

প্রকাশক। মোঃ বোরহান হাওলাদার (জসিম)

নির্বাহী সম্পাদকঃ বীর মুক্তিযুদ্ধা জোনাস ঢাকী।

বার্তা সম্পাদক : মো: সোহেল রানা