ঝিনাইদহে ৮৬ মামলায় ৪৩ হাজার টাকা জরিমানা


ভোরের ধ্বনি ডেস্ক , আপডেট করা হয়েছে : 25-07-2021

ঝিনাইদহে ৮৬ মামলায় ৪৩ হাজার টাকা জরিমানা

ঝিনাইদহে চলমান কঠোর লকডাউনে বিনা কারণে বাইরে বের হওয়াসহ নানা অপরাধে ৮৬টি মামলায় ৪৩ হাজার ৭’শ ৫০ টাকা জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার ও রবিবার সকালে ২ দিন ধরে জেলা শহরসহ ৬টি উপজেলার বিভিন্ন স্থানে এ অভিযান চালানো হয়। অভিযান পরিচালনা করেন এসিল্যান্ড আব্দুল্লাহ আল মামুনসহ নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ।

জেলা প্রশাসক মজিবর রহমান জানান, লকডাউন কার্যকরে জেলা শহরের পোস্ট অফিস মোড়, আরাপপুর, মুজিব চত্বরসহ জেলার ৬টি উপজেলায় ১০টি ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। এসময় স্বাস্থ্যবিধি না মানা, বিনা কারণে বাইরে বের হওয়াসহ নানা অপরাধে ৮৬ জনকে ৪৩ হাজার ৭’শ ৫০ টাকা জরিমানা করা হয়। সেসময় স্বাস্থ্যবিধি মানতে পরামর্শ ও মাস্ক বিতরণ করা হয়।


উপদেষ্ঠা : আলহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদ ধনু, মাননীয় জাতীয় সংসদ সদস্য, ১৫৬ ময়মনসিংহ ১১ (ভালুকা), সদস্য, শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

সম্পাদকঃ মো এনায়েত হোসেন

সহ-সম্পাদক : মেছ মাউল আলম (মোহন)

প্রকাশক। মোঃ বোরহান হাওলাদার (জসিম)

নির্বাহী সম্পাদকঃ বীর মুক্তিযুদ্ধা জোনাস ঢাকী।

বার্তা সম্পাদক : মো: সোহেল রানা