কাতারে দূতাবাসের সম্মাননা পেল ১৩৭ জন বাংলাদেশি


ভোরের ধ্বনি অনলাইন ডেস্ক , আপডেট করা হয়েছে : 02-10-2021

কাতারে দূতাবাসের সম্মাননা পেল ১৩৭ জন বাংলাদেশি

কাতারে করোনার শুরু থেকেই কর্মহীন প্রবাসীদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণে বিশেষ অবদান রাখায় বাংলাদেশ কমিউনিটির একশ' ৩৭ জন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে সম্মাননা দিয়েছে বাংলাদেশ দূতাবাস‌।

আল হেলাল দূতাবাসে এই উপলক্ষে বৃহস্পতিবার রাতে এক অনুষ্ঠানের মাধ্যমে এ সম্মাননা সার্টিফিকেট প্রদান করেন কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. জসিম উদ্দিন। সেই সাথে কঠিন এই দুঃসময়ে একে অন্যের পাশে থাকার জন্য বাংলাদেশ কমিউনিটিকে ধন্যবাদ জানান তিনি।

এছাড়াও কাতার সরকার ও বিভিন্ন সংস্থার পাশাপাশি বাংলাদেশ সরকারের পাঠানো ত্রাণসামগ্রী প্রবাসীদের মাঝে বিতরণে সম্মাননা ও স্বীকৃতিস্বরূপ দূতাবাসের এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা।


উপদেষ্ঠা : আলহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদ ধনু, মাননীয় জাতীয় সংসদ সদস্য, ১৫৬ ময়মনসিংহ ১১ (ভালুকা), সদস্য, শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

সম্পাদকঃ মো এনায়েত হোসেন

সহ-সম্পাদক : মেছ মাউল আলম (মোহন)

প্রকাশক। মোঃ বোরহান হাওলাদার (জসিম)

নির্বাহী সম্পাদকঃ বীর মুক্তিযুদ্ধা জোনাস ঢাকী।

বার্তা সম্পাদক : মো: সোহেল রানা