ভবানীপুরে ভোট গণনাকেন্দ্রের বাইরে ১৪৪ ধারা জারি


ভোরের ধ্বনি অনলাইন ডেস্ক , আপডেট করা হয়েছে : 02-10-2021

ভবানীপুরে ভোট গণনাকেন্দ্রের বাইরে ১৪৪ ধারা জারি

পশ্চিমবঙ্গে ভবানীপুরে উপনির্বাচনের আগে প্রতিটি বুথকেই স্পর্শকাতর ঘোষণা করে কড়া নিরাপত্তায় মুড়ে দিয়েছিল নির্বাচন কমিশন। ভোট গণনা নিয়েও কোনো ঝুঁকি নিতে চাইছে না প্রশাসন। আগামীকাল রবিবার গণনাকেন্দ্রের বাইরে ১৪৪ ধারা জারি থাকবে বলে ঘোষণা দিয়েছেন কলকাতার পুলিশ কমিশনার সৌমেন মিত্র।

শনিবার লালবাজারের তরফে একটি বিজ্ঞপ্তি জারি করে এ কথা জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ভবানীপুর কেন্দ্রে ভোট গণনার সময় যাতে কোনোরকম অপ্রীতিকর ঘটনা না ঘটে, এজন্য নির্বাচন কমিশনের নির্দেশ মেনে আগে থেকে পদক্ষেপ নিয়েছে কলকাতা পুলিশ। গণনাকেন্দ্রের বাইরে ১৪৪ ধারা জারি করা হয়েছে। ফলে গণনাকেন্দ্রের ১০০ মিটারের মধ্যে পাঁচজন বা তার বেশি মানুষের জমায়েত করা যাবে না। পাথর, আগ্নেয়াস্ত্র, আতশবাজি বা অন্য কোনো ধরনের বিস্ফোরক নিয়ে গণনাকেন্দ্রের কাছে ঘোরা ষাবে না। এই নিয়ম ভাঙলে কড়া ব্যবস্থা নেওয়া হবে। 

কলকাতা পুলিশের তরফে জানানো হয়েছে, রবিবার ভোর ৫টা থেকে ভোটের ফল প্রকাশ না হওয়া পর্যন্ত ১৪৪ ধারা জারি থাকবে।

গত ৩০ সেপ্টেম্বর ভবানীপুরে বিক্ষিপ্ত কিছু ঘটনা ছাড়া ভোট শান্তিপূ্র্ণ ছিল। বিজেপি-র তরফে তৃণমূলের বিরুদ্ধে কিছু অভিযোগ করা হয়। যদিও সেই সব অভিযোগ খারিজ করে দিয়েছে নির্বাচন কমিশন। ভোট শেষে তৃণমূলের দাবি, বড় ব্যবধানে জিতবেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। অন্য দিকে জয়ের দাবি করেছে বিজেপি শিবিরও। এই পরিস্থিতিতে যাতে নির্বিঘ্নে ভোট গণনা হয়, সেজন্য আগে থেকে পদক্ষেপ নিল কলকাতা পুলিশ। 

সূত্র : আনন্দবাজার পত্রিকা
 

উপদেষ্ঠা : আলহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদ ধনু, মাননীয় জাতীয় সংসদ সদস্য, ১৫৬ ময়মনসিংহ ১১ (ভালুকা), সদস্য, শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

সম্পাদকঃ মো এনায়েত হোসেন

সহ-সম্পাদক : মেছ মাউল আলম (মোহন)

প্রকাশক। মোঃ বোরহান হাওলাদার (জসিম)

নির্বাহী সম্পাদকঃ বীর মুক্তিযুদ্ধা জোনাস ঢাকী।

বার্তা সম্পাদক : মো: সোহেল রানা