যুক্তরাষ্ট্রে ফের বন্দুকধারীর তাণ্ডব, স্কুলে ঢুকে প্রিন্সিপালকে গুলি


ভোরের ধ্বনি অনলাইন ডেস্ক , আপডেট করা হয়েছে : 02-10-2021

যুক্তরাষ্ট্রে ফের বন্দুকধারীর তাণ্ডব, স্কুলে ঢুকে প্রিন্সিপালকে গুলি

ফের বন্দুকধারীর হামলার সাক্ষী রইলো যুক্তরাষ্ট্র। এবার স্কুলে ঢুকে নির্বিচার গুলি চালাল ওই স্কুলেরই সাবেক এক ছাত্র। এ ঘটনায় কোনও পড়ুয়ার হতাহতের খবর নেই। তবে স্কুলের প্রিন্সিপাল গুরুতর আহত হয়েছেন বলে জানা গেছে। বন্দুকধারী সাবেক ওই স্কুল ছাত্রকে গ্রেফতার করেছে পুলিশ। টেক্সাসের হিউস্টনের স্কুলের এই ঘটনায় রীতিমত শোরগোল পড়ে গেছে। তীব্র আতঙ্ক ছড়িয়েছে অন্যান্য শিক্ষার্থীদের মধ্যে। চিন্তিত অভিভাবকরাও। বলাই বাহুল্য, এই ঘটনার জেরে ফের যুক্তরাষ্ট্রের বন্দুকনীতি নিয়ে প্রশ্ন উঠে গেছে।

জানা গিয়েছে, গতকাল শুক্রবার (১ সেপ্টেম্বর) বন্দুক হাতে আচমকাই হিউস্টনের ইয়েস প্রেপ সাউথওয়েস্ট সেকেন্ডারি স্কুলে ঢুকে পড়ে ওই আততায়ী। প্রিন্সিপালের কাচের ঘরের সামনেই গুলি চালাতে থাকে সে। বিপদ বুঝে পড়ুয়াদের কথা ভেবে তিনি বাইরে বের হয়ে এলে তার পিঠে গুলি লাগে। গুরুতর আহত অবস্থায় তাকে ভর্তি করা হয় হাসপাতালে। এরপরই আততায়ীর খোঁজে নামে হিউস্টন পুলিশ। দ্রুত পুলিশের তরফে সতর্কতা জারি করা হয়। আকাশপথেও নজরদারি চালানো হয়।

অবশেষে পুলিশের নাগালে আসে বন্দুকধারী। হিউস্টন পুলিশ তার সম্পূর্ণ পরিচয় প্রকাশ্যে আনেনি। তবে জানা গেছে, ২৫ বছর বয়সী ওই আততায়ী ইয়েস প্রেপ সাউথওয়েস্ট সেকেন্ডারি স্কুলেরই সাবেক ছাত্র। প্রিন্সিপালকে লক্ষ্য করে কেন সে গুলি চালাল তাকে জেরা করে তা বুঝতে চাইছে পুলিশ। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, প্রিন্সিপালের সঙ্গে ব্যক্তিগত শত্রুতা ছিল বলে হামলা চালানোর চেষ্টা করেছে। তবে স্কুলের মধ্যে বন্দুক নিয়ে তাণ্ডবের জেরে ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে ক্ষুদে পড়ুয়াদের মধ্যে। অভিভাবকরাও চিন্তিত।

উপদেষ্ঠা : আলহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদ ধনু, মাননীয় জাতীয় সংসদ সদস্য, ১৫৬ ময়মনসিংহ ১১ (ভালুকা), সদস্য, শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

সম্পাদকঃ মো এনায়েত হোসেন

সহ-সম্পাদক : মেছ মাউল আলম (মোহন)

প্রকাশক। মোঃ বোরহান হাওলাদার (জসিম)

নির্বাহী সম্পাদকঃ বীর মুক্তিযুদ্ধা জোনাস ঢাকী।

বার্তা সম্পাদক : মো: সোহেল রানা