শ্রীপুরে ৪১ বসতঘর আগুনে পুড়ে ছাই


ভোরের ধ্বনি ডেস্ক , আপডেট করা হয়েছে : 25-07-2021

শ্রীপুরে ৪১ বসতঘর আগুনে পুড়ে ছাই

গাজীপুরের শ্রীপুর পৌর এলাকার কেওয়া পূর্ব খন্ড গ্রামে আগুনে ৪১টি বসতঘর এবং ঘরে থাকা মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। গতকাল শনিবার দিবাগত রাত ১১.৪৫ মিনিটে স্থানীয় ওসমান গণির বাড়িতে এ দুর্ঘটনা ঘটে। শ্রীপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন।

বাড়ির মালিক ওসমান গণি জানান, তিনি স্থানীয় একটি ব্যাংক থেকে ঋণ নিয়ে ৪১টি আধাপাকা ঘর নির্মাণ করে স্থানীয় কারখানার শ্রমিকদের কাছে ভাড়া দিয়েছিলেন। ঘরের ভাড়াটিয়ারা লকডাউনে ও ঈদে গ্রামের বাড়িতে চলে যাওয়ায় অধিকাংশ ঘরই ফাঁকা ছিল। শনিবার রাতে ঘরে হঠাৎ আগুন দেখতে পেয়ে নেভানোর চেষ্টা করি। মুহূর্তেই আগুনের লেলিহান শিখা অন্যান্য ঘরে ছড়িয়ে পড়ে। পরে আগুন নেভাতে ব্যর্থ হয়ে ফায়ার সার্ভিসে খবর দেয়া হয়। আগুনে সবকটি ঘর ও ঘরে থাকা সকল আসবাবপত্র পুড়ে ছাই গেছে।   শ্রীপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ইন্সপেক্টর মোস্তাফিজুর রহমান জানান, শনিবার দিবাগত রাত ১২.০২ মিনিটের দিকে তারা ফায়ার সার্ভিসে খবর দেয়। পরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের আধা ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনে কোন হতাহতের ঘটনা ঘটেনি। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। ক্ষয়-ক্ষতির পরিমাণ জানা যায়নি।



উপদেষ্ঠা : আলহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদ ধনু, মাননীয় জাতীয় সংসদ সদস্য, ১৫৬ ময়মনসিংহ ১১ (ভালুকা), সদস্য, শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

সম্পাদকঃ মো এনায়েত হোসেন

সহ-সম্পাদক : মেছ মাউল আলম (মোহন)

প্রকাশক। মোঃ বোরহান হাওলাদার (জসিম)

নির্বাহী সম্পাদকঃ বীর মুক্তিযুদ্ধা জোনাস ঢাকী।

বার্তা সম্পাদক : মো: সোহেল রানা