সিনোভ্যাক ও কোভিশিল্ড টিকাকে স্বীকৃতি দিলো অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী


ভোরের ধ্বনি অনলাইন ডেস্ক , আপডেট করা হয়েছে : 02-10-2021

সিনোভ্যাক ও কোভিশিল্ড টিকাকে স্বীকৃতি দিলো অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী

অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন শুক্রবার ঘোষণা করেছেন যে, আগামী মাস থেকে নিজেদের নাগরিক এবং স্থায়ী বাসিন্দাদের জন্য আন্তর্জাতিক সীমানা পুনরায় চালু করা হবে। পাশাপাশি তিনি অস্ট্রেলিয়ায় ব্যবহারের জন্য চীনের সিনোভ্যাক এবং ভারত-নির্মিত কোভিশিল্ড টিকাকেও স্বীকৃতি দিয়েছেন।স্কট মরিসন পরামর্শ দিয়েছেন, আস্ট্রেলিয়ায় আগত আন্তর্জাতিক ভ্রমণকারীদের যথাযথ টিকা দেওয়ার জন্য এই টিকাগুলোকে ‍‘স্বীকৃত টিকা’ হিসাবে বিবেচনা করা উচিত। অস্ট্রেলিয়া বর্তমানে শুধুমাত্র ফাইজার, মডার্না এবং অ্যাস্ট্রাজেনেকার উৎপাদিত টিকাকে স্বীকৃতি দেয়। রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী এদিন বলেছেন, ‍‘আমরা জীবিকা বাঁচিয়েছি, কিন্তু অস্ট্রেলিয়ার নাগরিকরা এই দেশে তাদের একসময় যে জীবন ছিল তা যাতে পুনরুদ্ধার করতে পারে সেটি নিশ্চিত করার জন্য আমাদের এক সঙ্গে কাজ করতে হবে।’


উপদেষ্ঠা : আলহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদ ধনু, মাননীয় জাতীয় সংসদ সদস্য, ১৫৬ ময়মনসিংহ ১১ (ভালুকা), সদস্য, শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

সম্পাদকঃ মো এনায়েত হোসেন

সহ-সম্পাদক : মেছ মাউল আলম (মোহন)

প্রকাশক। মোঃ বোরহান হাওলাদার (জসিম)

নির্বাহী সম্পাদকঃ বীর মুক্তিযুদ্ধা জোনাস ঢাকী।

বার্তা সম্পাদক : মো: সোহেল রানা