সেই ছয় ফিলিস্তিনি বন্দীকে ভিন্ন কারাগারে প্রেরণ, বিচার শুরু রবিবার


ভোরের ধ্বনি অনলাইন ডেস্ক , আপডেট করা হয়েছে : 01-10-2021

সেই ছয় ফিলিস্তিনি বন্দীকে ভিন্ন কারাগারে প্রেরণ, বিচার শুরু রবিবার

অধিকৃত পশ্চিম তীরের হেব্রোনের কারাগার থেকে পালানো সেই ছয় ফিলিস্তিনিকে এবার ভিন্ন কারাগারে পাঠালো ইসরায়েল। বন্দীদের আইনজীবী খালিদ মাহাজনা গতকাল বৃহস্পতিবার এক বিবৃতিতে এই তথ্য জানান। এতে বলা হয়েছে, বন্দীদের ভ্ন্নি ভিন্ন কারাগারে নির্জন কারাবাসে রাখা হয়েছে। জেল পালানোর অভিযোগে রবিবার থেকে তাদের বিচার শুরু করা হবে। খবর মিডল ইস্ট মনিটরের।

এর আগে, গত ৬ সেপ্টেম্বর উত্তর ইসরায়েলের উচ্চ নিরাপত্তাযুক্ত গিলবোয়া কারাগার থেকে সুড়ঙ্গপথে পালিয়ে যায় ছয় ফিলিস্তিনি বন্দী। পরে তাদের অভিযানে চালিয়ে গ্রেফতার করে ইসরায়েল। যদিও এই অভিযানের বিপুল অর্থ ব্যয় দেশটির। ইসরায়েলি কারাগার কর্তৃপক্ষ জানায়, ওই বন্দীরা তাদের সেলের টয়লেটের ফ্লোরে খুঁজে পাওয়া এক সুড়ঙ্গপথে পালিয়ে যায়। ২০০৪ সালে কারাগারটি নির্মাণের সময় ওই সেলের টয়লেট পর্যন্ত এই সুড়ঙ্গ করা হয়েছিলো।


উপদেষ্ঠা : আলহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদ ধনু, মাননীয় জাতীয় সংসদ সদস্য, ১৫৬ ময়মনসিংহ ১১ (ভালুকা), সদস্য, শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

সম্পাদকঃ মো এনায়েত হোসেন

সহ-সম্পাদক : মেছ মাউল আলম (মোহন)

প্রকাশক। মোঃ বোরহান হাওলাদার (জসিম)

নির্বাহী সম্পাদকঃ বীর মুক্তিযুদ্ধা জোনাস ঢাকী।

বার্তা সম্পাদক : মো: সোহেল রানা