সাফে শ্রীলঙ্কার বিপক্ষে দুর্দান্ত জয় পেল বাংলাদেশ


ভোরের ধ্বনি অনলাইন ডেস্ক , আপডেট করা হয়েছে : 01-10-2021

সাফে শ্রীলঙ্কার বিপক্ষে দুর্দান্ত জয় পেল বাংলাদেশ

সাফ চ্যাম্পিয়নশিপের উদ্বোধনী ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে জয় পেয়েছে বাংলাদেশ ফুটবল দল। ৫৬ মিনিটে তপু বর্মণের পেনাল্টি গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে জামাল ভূঁইয়ারা। 

শুক্রবার বিকেল ৫টায় মালদ্বীপের মালের ন্যাশনাল স্টেডিয়ামে শ্রীলঙ্কার বিপক্ষে নামে বাংলাদেশ দল।

সাফের উদ্বোধনী ম্যাচে লঙ্কানদের বিপক্ষে শুরু থেকেই আধিপত্য নিয়ে খেলে বাংলাদেশ। বল দখলেও এগিয়ে বাংলাদেশ। তবে বিরতির আগে কোনো দলই গোলের দেখা পায়নি। বিরতি থেকে ফিরে এসে ডি বক্সের ভেতরে হেন্ডবলে পেনাল্টি পায় বাংলাদেশ। ৫৬ মিনিটে পেনাল্টি থেকে গোল করেন তপু বর্মণ। শেষদিকে গোলের জন্য আপ্রাণ চেষ্টা করেও গোল পায়নি শ্রীলঙ্কা। শেষ পর্যন্ত পেনাল্টির গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে জামাল ভূঁইয়ারা। 

সাফে দু'বার শ্রীলঙ্কার মুখোমুখি হয়েছে বাংলাদেশ। যেখানে ১টি করে জয়ে সমতায় দু'দল। যদিও সবশেষ ৬ দেখায় ৪টিতেই জিতেছে বাংলাদেশ। 

এবারের সাফে খেলছে বাংলাদেশ, ভারত, মালদ্বীপ, শ্রীলঙ্কা ও নেপাল। 

রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে অনুষ্ঠিত হবে সাফ চ্যাম্পিয়নশিপ।  লিগ পর্বে প্রতিটি দল পরস্পরকে একবার করে মোকাবিলা করবে। সর্বোচ্চ পয়েন্ট পাওয়া দুই দল ফাইনালে খেলবে ১৬ অক্টোবর।


উপদেষ্ঠা : আলহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদ ধনু, মাননীয় জাতীয় সংসদ সদস্য, ১৫৬ ময়মনসিংহ ১১ (ভালুকা), সদস্য, শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

সম্পাদকঃ মো এনায়েত হোসেন

সহ-সম্পাদক : মেছ মাউল আলম (মোহন)

প্রকাশক। মোঃ বোরহান হাওলাদার (জসিম)

নির্বাহী সম্পাদকঃ বীর মুক্তিযুদ্ধা জোনাস ঢাকী।

বার্তা সম্পাদক : মো: সোহেল রানা