ফুলবাড়ীতে জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় ৩ জন আহত


ভোরের ধ্বনি অনলাইন ডেস্ক , আপডেট করা হয়েছে : 01-10-2021

ফুলবাড়ীতে জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় ৩ জন আহত

জমি বিরোধকে কেন্দ্র করে দিনাজপুরের ফুলবাড়ীতে প্রতিপক্ষের হামলা ও মারপিটে সৈয়দা ফাতেমা বেগম (৪২) নামে এক মহিলাসহ তিনজন আহত হয়েছে। এ সময় সদ্য নির্মিত একটি ইটের প্রাচীর ভেঙ্গে দিয়েছে প্রতিপক্ষরা।
অপর আহতরা হলেন অভিযোগের বাদি বেতদিঘী গ্রামের মৃত সৈয়দ আবুল খায়েরের ছেলে লোকমান হাকিম ও সৈয়দ মোহাম্মদ আলী।

বৃহস্পতিবার বিকাল ৫টার দিকে ফুলবাড়ী উপজেলার বেতদিঘী ইউনিয়নে এই হামলা ও মারপিটের ঘটনা ঘটে। 
এ ঘটনায় ওইদিন রাতেই আহত ফাতেমার ভাই সৈয়দ লোকমান হাকিম ৫ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো ৫ জনকে বিবাদী করে ফুলবাড়ী থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। 

জানা যায়, লোকমান হাকিম নামে এক ব্যক্তি তার পিতা আবুল খায়েরের রেকর্ডিও জমি নিয়ে প্রতিবেশী একই এলাকার সৈয়দ আনোয়ার হোসেন, তার ছেলে সৈয়দ কাওছার আলীসহ তাদের সহযোগীগণের বিরোধ করে আসছিল। এই বিরোধের জের ধরে বৃহস্পতিবার ওই জায়গায় সীমানা প্রাচীর দেয়ার সময় প্রতিপক্ষরা হামলা করে সদ্য নির্মানধীন ইটের প্রাচির ভাংচুর করে।

এই সময় লোকমান হাকিম বাধা দিলে প্রতিপক্ষরা তাকে মারপিট করে। প্রতিপক্ষদের হাত থেকে রক্ষা করতে এগিয়ে গেলে প্রতিপক্ষরা তার বোন ফাতেমা বেগম ও তার ছোট ভাই সৈয়দ মোহাম্মদ আলীকে মারপিট করে। প্রতিপক্ষের মারপিটে তার বোন অসুস্থ হলে, তাকে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি করায় ও তারা দুই ভাই প্রাথমিক চিকিৎসা গ্রহন করেন।

শুক্রবার সকালে দেখা যায়, ইটের প্রাচির ভাংচুর করা। এ সময় জানতে চাইলে ২ নং বিবাদী দেলওয়ার হোসেন বলেন, বিরোধীও জমি পিরোত্তর জমি ও মুসলিম জনসাধারনের অধিকার রয়েছে। সেই কারনে জমি উদ্ধার করতে প্রাচীর ভাংচুর করা হয়েছে। 

তবে গ্রামবাসীরা বলছেন, বিরোধীও ২১৫ নং দাগের জমি আদি লোকমান হোসেনের পিতা সৈয়দ আবুল খায়েরের নামে এসএ রেকর্ডভুক্ত। এ বিষয়ে ফুলবাড়ী থানার ওসি আশ্রাফ হোসেন বলেন, ঘটনাটি তদন্ত করা হচ্ছে। তদন্ত শেষে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।


উপদেষ্ঠা : আলহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদ ধনু, মাননীয় জাতীয় সংসদ সদস্য, ১৫৬ ময়মনসিংহ ১১ (ভালুকা), সদস্য, শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

সম্পাদকঃ মো এনায়েত হোসেন

সহ-সম্পাদক : মেছ মাউল আলম (মোহন)

প্রকাশক। মোঃ বোরহান হাওলাদার (জসিম)

নির্বাহী সম্পাদকঃ বীর মুক্তিযুদ্ধা জোনাস ঢাকী।

বার্তা সম্পাদক : মো: সোহেল রানা