কলাপাড়ায় খানা-খন্দে ভরা সড়ক নিয়ে দুর্ভোগ চরমে


ভোরের ধ্বনি অনলাইন ডেস্ক , আপডেট করা হয়েছে : 01-10-2021

কলাপাড়ায় খানা-খন্দে ভরা সড়ক নিয়ে দুর্ভোগ চরমে

মাত্র এক কিলোমিটার রাস্তা। কোথাও ছোট ছোট গর্ত। কোথাও নালা কাটা। আবার কোথাও কোথাও খানা-খন্দে ভরা। মোট কথা সড়কটি চরম বেহল। এমন অবস্থা পটুয়াখালীর কলাপাড়া উপজেলার চম্পাপুর ইউনিয়নের। এছাড়া অভ্যন্তরীন অধিকাংশই কাঁচা রাস্তা মাটির সাথে মিশে গেছে। এর ফলে যানবাহন চলাচল তো দূরের কথা মানুষজন চলাচলেই অনুপযোগী হয়ে পড়েছে।

এলাকাবাসী জানায়, গত অমাবশ্যার প্রভাবে দেবপুর বেরিবাঁধ ভেঙে জোয়ারের পানি প্রবেশ করে উপজেলার চম্পাপুর ইউনিয়নের রাস্তাগুলো বেহাল হয়ে পড়ে। গ্রামের অভ্যন্তরীন একমাত্র পাকা রাস্তাটির অবস্থা খুবই খারাপ। চালিতাবুনিয়া গ্রামের বাংলাবাজারের পশ্চিম পাশ থেকে এম ইউ মাধ্যমিক বিদ্যালয় পর্যন্ত প্রায় এক কিলোমিটার পাকা রাস্তা খানা-খন্দে ভরা। কোনো যানবাহন চলাচল করতে পারছে না। এর ফলে এলাকার মানুষ দুর্ভোগে রয়েছে। এছাড়া ওই ইউনিয়নের অসুস্থ রোগী ও গর্ভবতী মায়ের চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসতে সবচেয়ে বেশি বেগ পেতে হচ্ছে।

ভাড়ায় মোটরসাইকেল চালক মো. জহির ফকির বলেন, এ রাস্তায় মোটরসাইকেলও চালানো দুস্কর। যাত্রী নিয়ে চলাচল করতে গিয়ে প্রায় দুর্ঘটনার শিকার হই। আবার অনেকে মোটরসাইকেল চালানো ছেড়ে দিয়ে বাড়িতে বেকার বসে রয়েছে।

চম্পাপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. রিন্টু তালুকদার বলেন, আমার ইউনিয়নটি অত্যান্ত অবহেলিত। গ্রামের অধিকাংশ রাস্তা ভেঙ্গে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। জনদুর্ভোগ লাঘবে রাস্তাগুলো দ্রুত মেরামত করা প্রয়োজন। এজন্য সংশ্লিষ্ট দপ্তরে লিখিত আবেদন করেছি।
এ ব্যাপারে এলজিইডি উপজেলা প্রকৌশলী মো. মোহর আলী বলেন, বর্তমানে রাস্তা সংস্কারের কোনো ফান্ড নেই। ফান্ড পাওয়া গেলে দ্রুত রাস্তাটি সংস্কার করা হবে।  


উপদেষ্ঠা : আলহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদ ধনু, মাননীয় জাতীয় সংসদ সদস্য, ১৫৬ ময়মনসিংহ ১১ (ভালুকা), সদস্য, শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

সম্পাদকঃ মো এনায়েত হোসেন

সহ-সম্পাদক : মেছ মাউল আলম (মোহন)

প্রকাশক। মোঃ বোরহান হাওলাদার (জসিম)

নির্বাহী সম্পাদকঃ বীর মুক্তিযুদ্ধা জোনাস ঢাকী।

বার্তা সম্পাদক : মো: সোহেল রানা