টেকনাফে ইয়াবা উদ্ধার


ভোরের ধ্বনি অনলাইন ডেস্ক , আপডেট করা হয়েছে : 01-10-2021

টেকনাফে ইয়াবা উদ্ধার

কক্সবাজারের টেকনাফ হ্নীলা মৌলভী বাজার পয়েন্টে অভিযান চালিয়ে ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ ফয়সল হাসান খান (বিজিবিএম, পিএসসি) গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, বৃহস্পতিবার রাতে টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়নের হ্নীলা বিওপির বিশেষ টহলদল মিয়ানমার হতে মাদকের চালান আসার সংবাদ পেয়ে হ্নীলা মৌলভী বাজারের দক্ষিণে অবস্থান নেয়। কিছুক্ষণ পর দুইজন দুস্কৃতকারী ১টি ব্যাগ নিয়ে দক্ষিণ দিকে আসতে দেখে বিজিবি টহলদলের সসদ্যরা তাদের চ্যালেঞ্জ করে ধাওয়া করে। তখন দুস্কৃতকারীরা ব্যাগটি ফেলে হোয়াব্রাং গ্রামের ভেতরে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। ঘটনাস্থলে তল্লাশী করে ব্যাগটি উদ্ধার করে ব্যাটালিয়ন সদরে নিয়ে গণনা করে ৬০ লাখ টাকা মূল্যের ২০ হাজার পিস ইয়াবা পাওয়া যায়।


উপদেষ্ঠা : আলহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদ ধনু, মাননীয় জাতীয় সংসদ সদস্য, ১৫৬ ময়মনসিংহ ১১ (ভালুকা), সদস্য, শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

সম্পাদকঃ মো এনায়েত হোসেন

সহ-সম্পাদক : মেছ মাউল আলম (মোহন)

প্রকাশক। মোঃ বোরহান হাওলাদার (জসিম)

নির্বাহী সম্পাদকঃ বীর মুক্তিযুদ্ধা জোনাস ঢাকী।

বার্তা সম্পাদক : মো: সোহেল রানা