আশুলিয়ায় ১৯ সোনার দোকানে ডাকাতির হোতা ‘মাস্টার’


ভোরের ধ্বনি অনলাইন ডেস্ক , আপডেট করা হয়েছে : 01-10-2021

আশুলিয়ায় ১৯ সোনার দোকানে ডাকাতির হোতা ‘মাস্টার’

আশুলিয়ায় গত ৬ সেপ্টেম্বর একযোগে ১৯টি সোনার দোকানে ডাকাতির ঘটনা ঘটে। এ ঘটনা তদন্তে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) জানতে পারে, এর সঙ্গে আন্তঃজেলা ডাকাতের একটি দল জড়িত। পরে একে একে ঐ দলের হোতাসহ ১৫ জনকে গ্রেফতার করা হয়। এরা রাজধানীর রাপা প্লাজাসহ বেশ কয়েকটি ডাকাতির সঙ্গে জড়িত।

বুধবার হাজারীবাগ এলাকায় অভিযান চালিয়ে ডাকাত দলের নেতৃত্বদানকারী সোহরাব হাওলাদারকে গ্রেফতার করে সিআইডি। বৃহস্পতিবার মালিবাগে সিআইডি প্রধান কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান সিআইডি ঢাকা মেট্রোর অতিরিক্ত ডিআইজি ইমাম হোসেন।

তিনি বলেন, এই ডাকাত দলটির হোতা সোহরাব হাওলাদার । দলের অন্যদের কাছে সে ‘মাস্টার’ হিসেবে পরিচিত। তার পরিকল্পনা ও নেতৃত্বেই এ সব ডাকাতি সংঘটিত হয়। ডাকাত দলের কাছ থেকে একটি স্পিডবোটও উদ্ধার করা হয়, যা ব্যবহার করে ডাকাতি শেষে নৌপথে দ্রুত পালিয়ে যেত তারা। আশুলিয়ার সোনার দোকানে ডাকাতির ঘটনায় এ পর্যন্ত ১৫ জনকে গ্রেফতার করা হয়েছে। যাদের মধ্যে ১০ জন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে।

তিনি বলেন, গ্রেফতারকৃতদের দেওয়া তথ্য মতে বিভিন্ন এলাকা থেকে লুট করা স্বর্ণালংকার ও সোনা গলিয়ে তৈরি পাত উদ্ধার করা হয়। জানা যায়, পুরান ঢাকার তাঁতীবাজারকেন্দ্রিক একটি চক্র সক্রিয় রয়েছে। যারা এসব স্বর্ণালংকার সংগ্রহ করে পাত বানিয়ে বিক্রি করে।

তিনি আরো বলেন, আশুলিয়ার ঘটনা তদন্তে গত ফেব্রুয়ারিতে রাজধানীর রাপা প্লাজায় সোনার দোকানে ডাকাতির রহস্যও উন্মোচিত হয়। এই ডাকাত দলটির একটি গ্রুপই রাপা প্লাজায় ডাকাতি করেছিল। ডাকাত দলটির দেওয়া তথ্য মতে, মুন্সীগঞ্জের শিমুলিয়া বাজার ঘাট থেকে ডাকাতিতে ব্যবহূত একটি স্পিডবোট উদ্ধার করা হয়। যার বাজারমূল্য আনুমানিক ১৫ লাখ টাকা।


উপদেষ্ঠা : আলহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদ ধনু, মাননীয় জাতীয় সংসদ সদস্য, ১৫৬ ময়মনসিংহ ১১ (ভালুকা), সদস্য, শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

সম্পাদকঃ মো এনায়েত হোসেন

সহ-সম্পাদক : মেছ মাউল আলম (মোহন)

প্রকাশক। মোঃ বোরহান হাওলাদার (জসিম)

নির্বাহী সম্পাদকঃ বীর মুক্তিযুদ্ধা জোনাস ঢাকী।

বার্তা সম্পাদক : মো: সোহেল রানা