মালাউয়ির পার্লামেন্টেই সাবেক ডেপুটি স্পিকারের আত্মহত্যা


ভোরের ধ্বনি অনলাইন ডেস্ক , আপডেট করা হয়েছে : 01-10-2021

মালাউয়ির পার্লামেন্টেই সাবেক ডেপুটি স্পিকারের আত্মহত্যা

আফ্রিকার দেশ মালাউয়ির সাবেক ডেপুটি স্পিকার ক্লিমেন্ট চিওয়ায়া (৫০) পার্লামেন্টের ভেতর আত্মহত্যা করেছেন। দেশটির রাজধানী লিলংওয়েতে গতকাল বৃহস্পতিবার ঘটনাটি ঘটে। গাড়ি নিয়ে হতাশা থেকে ক্লিমেন্ট নিজের উপর গুলি চালিয়ে আত্মহত্যা করেন। খবর আলজাজিরার।

পার্লামেন্ট কর্তৃপক্ষ জানিয়েছে, দুঃখের সাথে জানানো যাচ্ছে যে, সাবেক ডেপুটি স্পিকার পার্লামেন্ট ভবনে আত্মহত্যা করেছেন। বছর দুই আগে কার্যালয় ত্যাগ করার পর প্রাপ্য গাড়ি সুবিধা নিয়ে আলোচনা করতে ক্লিমেন্ট চিওয়ায়া বৃহস্পতিবার পার্লামেন্ট ভবনে যান। 

উল্লেখ্য, ক্লিমেন্ট চিওয়ায়াকে তার পাঁচ বছরের মেয়াদকাল শেষে ২০১৯ সালে সরকার একটি গাড়ি কিনে দেয়। মাস ছয়েক আগে এক দুর্ঘটনায় গাড়িটি ক্ষতিগ্রস্ত হয়। যার ক্ষতিপূরণ চাইলে সরকার জানায় গাড়িটির বিমার মেয়াদ দুর্ঘটনার সময়েই শেষ হয়ে গিয়েছিল। এ নিয়ে হতাশাগ্রস্ত ছিলেন ক্লিমেন্ট।

উপদেষ্ঠা : আলহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদ ধনু, মাননীয় জাতীয় সংসদ সদস্য, ১৫৬ ময়মনসিংহ ১১ (ভালুকা), সদস্য, শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

সম্পাদকঃ মো এনায়েত হোসেন

সহ-সম্পাদক : মেছ মাউল আলম (মোহন)

প্রকাশক। মোঃ বোরহান হাওলাদার (জসিম)

নির্বাহী সম্পাদকঃ বীর মুক্তিযুদ্ধা জোনাস ঢাকী।

বার্তা সম্পাদক : মো: সোহেল রানা