বাংলাদেশ সফরে আসছেন না ফিঞ্চ


ভোরের ধ্বনি ডেস্ক , আপডেট করা হয়েছে : 25-07-2021

বাংলাদেশ সফরে আসছেন না ফিঞ্চ

ওয়েস্ট ইন্ডিজ সফর শেষ করে বাংলাদেশের পথে উড়াল দেওয়ার কথা টিম অস্ট্রেলিয়ার। যে দলের নেতৃত্বে থাকার কথা অ্যারন ফিঞ্চের।কিন্তু তা আর হচ্ছে না। কাইরন পোলার্ডদের বিপক্ষে সিরিজ শেষের আগেই ছিটকে গেছেন অস্ট্রেলীয় অধিনায়ক।

ডান হাঁটুর চোটে ওয়েস্ট ইন্ডিজ সফরের বাকি অংশ শেষ না করেই দেশে ফিরছেন তিনি। অর্থাৎ সতীর্থদের সঙ্গে বাংলাদেশ সফরও আসা হচ্ছে না তার।

শুধু বাংলাদেশ সফরই নয়, অক্টোবরে শুরুর অপেক্ষায় বিশ্ব টি-টোয়েন্টি কাপেও ফিঞ্চের অংশগ্রহণ নিয়ে শঙ্কা রয়েছে।

চলতি ওয়েস্ট ইন্ডিজ সফরের শুরুর দিকে হাঁটুতে ব্যথা পান ফিঞ্চ। চোট নিয়েই খেলেন টি-টোয়েন্টি সিরিজ। এতে তার ব্যথা আরও বেড়ে গেলে ওয়ানডে সিরিজের প্রথম দুই ম্যাচ খেলতে পারেননি। সোমবার শেষ ম্যাচেও পারবেন না।

পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে আগামী বৃহস্পতিবার বাংলাদেশের পথে রওনা দেবে অস্ট্রেলিয়া। ফিঞ্চের অনুপস্থিতিতে কে অধিনায়কত্ব করবেন তা এখনই নিশ্চিত করা হয়নি।

অবশ্য ক্যারিবীয়দের বিপক্ষে গত দুই ওয়ানডেতে দলকে নেতৃত্বে দিয়েছেন অ্যালেক্স ক্যারি। বাংলাদেশ সফরেও তার কাঁধেই নেতৃত্ব বর্তাতে পারে।

এদিকে বিশ্বকাপের আগেই মাঠে ফিরতে চান ফিঞ্চ। নিজের চোটের বিষয়ে বলেছেন, ‘চোটের কারণে মাঠ থেকে ছিটকে পড়ায় আমি হতাশ। প্রয়োজন হলে অস্ত্রোপচার করাব এবং বিশ্বকাপের আগে সেরে ওঠার প্রক্রিয়া চালিয়ে যাব।’


উপদেষ্ঠা : আলহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদ ধনু, মাননীয় জাতীয় সংসদ সদস্য, ১৫৬ ময়মনসিংহ ১১ (ভালুকা), সদস্য, শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

সম্পাদকঃ মো এনায়েত হোসেন

সহ-সম্পাদক : মেছ মাউল আলম (মোহন)

প্রকাশক। মোঃ বোরহান হাওলাদার (জসিম)

নির্বাহী সম্পাদকঃ বীর মুক্তিযুদ্ধা জোনাস ঢাকী।

বার্তা সম্পাদক : মো: সোহেল রানা