কয়েক সেকেন্ডে ধ্বংসস্তূপে পরিণত বহুতল ভবন


ভোরের ধ্বনি অনলাইন ডেস্ক , আপডেট করা হয়েছে : 01-10-2021

কয়েক সেকেন্ডে ধ্বংসস্তূপে পরিণত বহুতল ভবন

কয়েক দিনের টানা বৃষ্টিতে ভূমিধসে ভারতের হিমাচল প্রদেশের রাজধানী সিমলায় কয়েক সেকেন্ডের মধ্যেই ধসে পড়লো একটি বহুতল ভবন। স্থানীয় সময় মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) সন্ধ্যা পৌনে ৬টায় সিমলার গোদা চৌকি এলাকায় চোখের সামনে ওই ভবন ধসের ঘটনা ঘটে।

প্রদেশটির দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তা সুদেশ কুমার মুক্তা জানিয়েছেন, বহুতল ভবনটি স্থানীয় সময় মঙ্গলবার সন্ধ্যায় হঠাৎ করেই ধসে পড়ে। এতে অন্য ভবনের তেমন কোনো ক্ষতি হয়নি। তবে হতাহতের খবর পাওয়া যায়নি।

মোবাইলে ভিডিও করা হয়েছে পুরো ঘটনাটি। সামাজিক মাধ্যমে এই ভিডিও প্রকাশ হতেই তা ভাইরাল হয়ে যায়। ২০ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা গেছে, কীভাবে বহুতল ভবনটি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে মুহূর্তের মধ্যেই।

উপদেষ্ঠা : আলহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদ ধনু, মাননীয় জাতীয় সংসদ সদস্য, ১৫৬ ময়মনসিংহ ১১ (ভালুকা), সদস্য, শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

সম্পাদকঃ মো এনায়েত হোসেন

সহ-সম্পাদক : মেছ মাউল আলম (মোহন)

প্রকাশক। মোঃ বোরহান হাওলাদার (জসিম)

নির্বাহী সম্পাদকঃ বীর মুক্তিযুদ্ধা জোনাস ঢাকী।

বার্তা সম্পাদক : মো: সোহেল রানা