মমেক হাসপাতালে আরও ৪ মৃত্যু


ভোরের ধ্বনি অনলাইন ডেস্ক , আপডেট করা হয়েছে : 01-10-2021

মমেক হাসপাতালে আরও ৪ মৃত্যু

ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের করোনা ইউনিটে আরও চারজনের মৃত্যু হয়েছে। এদের মধ‍্যে করোনা আক্রান্ত হয়ে একজন এবং উপসর্গ নিয়ে আরও তিন জন মারা গেছেন।

শুক্রবার সকালে মমেক হাসপাতালের করোনা ওয়ার্ডের মুখপাত্র ডা.  মহিউদ্দিন খান মুন এ তথ‍্য নিশ্চিত করে জানান, করোনা ডেডিকেটেড ইউনিটে নতুন ১৫ জন ভর্তিসহ হাসপাতালের করোনা ওয়ার্ডে ১১৭ জন রোগী ভর্তি আছেন।

করোনা আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন ময়মনসিংহ গফরগাঁও উপজেলার জুলেখা (৪০)। এছাড়াও উপসর্গে নিয়ে মৃত্যুবরণ করেছেন ময়মনসিংহ সদরের খোদেনেওয়াজ (৬০), গৌরীপুর উপজেলার রাশিদা খাতুন (৬৫) ও জামালপুর সদরের আলমগীর (৫০)। ময়মনসিংহের সিভিল সার্জন ডা. মোহাম্মদ নজরুল ইসলাম জানান, গত ২৪ ঘণ্টায় ২৭৫ টি নমুনা পরীক্ষায় ৬ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এতে শনাক্তের হার ২ দশমিক ১৮ শতাংশ।

উপদেষ্ঠা : আলহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদ ধনু, মাননীয় জাতীয় সংসদ সদস্য, ১৫৬ ময়মনসিংহ ১১ (ভালুকা), সদস্য, শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

সম্পাদকঃ মো এনায়েত হোসেন

সহ-সম্পাদক : মেছ মাউল আলম (মোহন)

প্রকাশক। মোঃ বোরহান হাওলাদার (জসিম)

নির্বাহী সম্পাদকঃ বীর মুক্তিযুদ্ধা জোনাস ঢাকী।

বার্তা সম্পাদক : মো: সোহেল রানা