৭২ ঘণ্টার মধ্যে জাতিসংঘের সাত কর্মকর্তাকে বেরিয়ে যেতে নির্দেশ ইথিওপিয়ার


ভোরের ধ্বনি অনলাইন ডেস্ক , আপডেট করা হয়েছে : 01-10-2021

৭২ ঘণ্টার মধ্যে জাতিসংঘের সাত কর্মকর্তাকে বেরিয়ে যেতে নির্দেশ ইথিওপিয়ার

ইথিওপিয়ার অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের অভিযোগে জাতিসংঘের সাত কর্মকর্তাকে ৭২ ঘণ্টার মধ্যে দেশটি থেকে বেরিয়ে যেতে নির্দেশ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার জাতিসংঘের ওই সাত কর্মকর্তাকে বহিষ্কারের নির্দেশ দিয়েছে ইথিওপিয়া সরকার। 

এক টুইটে ইথিওপিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় বৃহস্পতিবার জানিয়েছে, জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফ ও ত্রাণ বিষয়ক সংস্থা ইউএনওসিএইচএ’র জ্যেষ্ঠ কর্মকর্তাসহ সাত জনকে ‘পারসোনা নন গ্রাটা’ ঘোষণা করা হচ্ছে। 

জানা যায়, বরখাস্তদের মধ্যে পাঁচজনই ওসিএইচএ’র। ষষ্ঠজন ইউনিসেফের। আর জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনের এক কর্মকর্তাও বরখাস্তের তালিকায় আছেন।

জাতিসংঘের মহাসচিব অ্যান্থনিও গুতেরেস এমন সিদ্ধান্তে এক বিবৃতিতে বলেন, আমরা ইথিওপীয় সরকারের সঙ্গে কাজ করছি। জাতিসংঘের কর্মীদের কাজ করার সুযোগ দেওয়া হবে বলে প্রত্যাশা করছি।


উপদেষ্ঠা : আলহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদ ধনু, মাননীয় জাতীয় সংসদ সদস্য, ১৫৬ ময়মনসিংহ ১১ (ভালুকা), সদস্য, শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

সম্পাদকঃ মো এনায়েত হোসেন

সহ-সম্পাদক : মেছ মাউল আলম (মোহন)

প্রকাশক। মোঃ বোরহান হাওলাদার (জসিম)

নির্বাহী সম্পাদকঃ বীর মুক্তিযুদ্ধা জোনাস ঢাকী।

বার্তা সম্পাদক : মো: সোহেল রানা