করোনায় মারা গেলেন বিএনপি নেতা রিজভীর ভাগ্নে


ভোরের ধ্বনি ডেস্ক , আপডেট করা হয়েছে : 25-07-2021

করোনায় মারা গেলেন বিএনপি নেতা রিজভীর ভাগ্নে

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর বড় বোনের ছেলে (ভাগ্নে) জিয়াউল আলম সিদ্দিকী উল্লাস করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন। 

বগুড়ার শহীদ জিয়া মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার দিনগত রাত ২টা ৫০ মিনিটে তার মৃত্যু হয়। তার বয়স হয়েছিল ৪০ বছর। 

জিয়াউল আলম সিদ্দিকী উল্লাস ব্যবসা করতেন। তার মৃত্যুতে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।

রুহুল কবির রিজভী যুগান্তরকে জানান, কয়েকদিন ধরে অসুস্থ বোধ করায় তার ভাগ্নে উল্লাসকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে তার করোনাভাইরাসের নমুনা পরীক্ষা করালে রিপোর্ট পজিটিভ আসে। হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় শনিবার দিনগত রাতে মারা যায় সে।


উপদেষ্ঠা : আলহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদ ধনু, মাননীয় জাতীয় সংসদ সদস্য, ১৫৬ ময়মনসিংহ ১১ (ভালুকা), সদস্য, শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

সম্পাদকঃ মো এনায়েত হোসেন

সহ-সম্পাদক : মেছ মাউল আলম (মোহন)

প্রকাশক। মোঃ বোরহান হাওলাদার (জসিম)

নির্বাহী সম্পাদকঃ বীর মুক্তিযুদ্ধা জোনাস ঢাকী।

বার্তা সম্পাদক : মো: সোহেল রানা