দুবাইয়ে কর্মরত বাংলাদেশি কর্মীদের সঙ্গে মন্ত্রীর মতবিনিময়


ভোরের ধ্বনি অনলাইন ডেস্ক , আপডেট করা হয়েছে : 30-09-2021

দুবাইয়ে কর্মরত বাংলাদেশি কর্মীদের সঙ্গে মন্ত্রীর মতবিনিময়

সংযুক্ত আরব আমিরাতের দুবাইতে কর্মরত বাংলাদেশি কর্মীদের সাথে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ এমপি মতবিনিময় করেছেন। এসময় বাণিজ্য মন্ত্রী টিপু মুনশি এমপি তার সাথে উপস্থিত ছিলেন।

আজ সকালে মন্ত্রীরা দুবাইতে পরিচ্ছন্নতা কাজে নিয়োজিত প্রতিষ্ঠান আল ওয়াফা গ্রুপ এবং পারফিউম প্রস্তুতকারী শিল্প প্রতিষ্ঠান আল হারামাইন গ্রুপ অব কোম্পানি, আজমান পরিদর্শন করেন।

এসময় মন্ত্রীরা বাংলাদেশি কর্মীদের সার্বিক খোঁজ-খবর নেন এবং সংযুক্ত আরব আমিরাতে কাজ করতে গিয়ে কোন সমস্যার সম্মুখীন হচ্ছেন কিনা সে বিষয়টি জানার চেষ্টা করেন। 

মন্ত্রীদের কাছে পেয়ে বাংলাদেশি কর্মীরা খুশিতে আপ্লুত হয়ে পড়ে। এরপর তারা তাদের বর্তমান অবস্থা তুলে ধরে এবং করোনা মহামারীর কারণে সৃষ্ট সমস্যাসমূহ সমাধানের অনুরোধ জানায়। মন্ত্রীরা কর্মীদের কথা মনোযোগ দিয়ে শুনে দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস প্রদান করেন। 

এরপর প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী সরকারি সুযোগ সুবিধা প্রদানের সুবিধার্থে সকল প্রবাসী বাংলাদেশী কর্মীদের ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের সদস্যপদ গ্রহণপূর্বক সকল প্রকার সরকারি সেবার অংশীদার হওয়া এবং বৈধ পত্রে রেমিট্যান্স প্রেরণের অনুরোধ জানান। 

প্রবাসীকল্যাণ মন্ত্রীর এ আহ্বানে সাড়া দিয়ে আল ওয়াফা গ্রুপ ও আল হারামাইন গ্রুপের চেয়ারম্যানরা কোম্পানির নিজস্ব খরচে তাদের কোম্পানিতে কর্মরত কর্মীদের ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের সদস্যপদের ব্যবস্থা এবং তাদের কর্মেদেরকে বৈধপথে রেমিট্যান্স প্রেরণে উদ্বুদ্ধ করবেন বলে মন্ত্রীকে আশ্বস্ত করেন। 

এছাড়াও মন্ত্রী ইমরান আহমদ এমপি জানান, ভবিষ্যতে বৈধপথে রেমিট্যান্স প্রেরণের প্রণোদনার পরিমাণ বৃদ্ধিতে মন্ত্রণালয়ের প্রচেষ্টা অব্যাহত রয়েছে। 

পরিদর্শনকালে আরও উপস্থিত ছিলেন বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এস এম শফিকুজ্জামান, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের যুগ্মসচিব নাসরীন জাহান, দুবাই কনসাল জেনারেল বিএম জানাল হোসাইন, কাউন্সিলর (শ্রম) ফাতেমা জাহান, প্রথম সচিব (শ্রম) মনোয়ার হোসেন প্রমুখ।


উপদেষ্ঠা : আলহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদ ধনু, মাননীয় জাতীয় সংসদ সদস্য, ১৫৬ ময়মনসিংহ ১১ (ভালুকা), সদস্য, শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

সম্পাদকঃ মো এনায়েত হোসেন

সহ-সম্পাদক : মেছ মাউল আলম (মোহন)

প্রকাশক। মোঃ বোরহান হাওলাদার (জসিম)

নির্বাহী সম্পাদকঃ বীর মুক্তিযুদ্ধা জোনাস ঢাকী।

বার্তা সম্পাদক : মো: সোহেল রানা