দুর্গাপূজা উপলক্ষে ২ টন ইলিশ গেল ত্রিপুরায়


ভোরের ধ্বনি অনলাইন ডেস্ক , আপডেট করা হয়েছে : 30-09-2021

দুর্গাপূজা উপলক্ষে ২ টন ইলিশ গেল ত্রিপুরায়

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারতের ত্রিপুরায় ২ টন ইলিশ মাছ রফতানি করা হয়েছে। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ৮ বছর পর বৃহস্পতিবার ইলিশ মাছভর্তি একটি পিকআপ ভ্যান আগরতলায় প্রবেশ করে।

প্রতি কেজি ইলিশের দাম ধরা হয়েছে ১০ ডলার। বিডিএস কর্পোরেশন নামে একটি প্রতিষ্ঠান মাছগুলো রফতানি করেছে। আর মাছগুলো আমদানি করেছে ত্রিপুরার আগরতলার বিদ্যা এন্টারপ্রাইজ।

স্থলবন্দর সূত্রে জানা গেছে, ২০১৩ সাল থেকে আখাউড়া স্থলবন্দর দিয়ে ইলিশ মাছ রফতানি বন্ধ রয়েছে। তবে দুর্গাপূজা উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আবারও ইলিশ মাছ রফতানি বিশেষ অনুমোদন দিয়েছেন। এর পরিপ্রেক্ষিতে প্রথম চালানে দুই টন মাছ রফতানি করা হয়েছে। ১০ অক্টোবর পর্যন্ত ইলিশ রফতানি হবে আখাউড়া স্থলবন্দর দিয়ে।

আখাউড়া স্থল শুল্ক কর্মকর্তা কামরুজ্জামান গণমাধ্যমকে জানান, বিডিএস কর্পোরেশন ৪০ টন ইলিশ মাছ রফতানির অনুমতি পেয়েছে। আজ প্রথম চালানে দুই টন ইলিশ মাছ রফতানি হয়েছে।


উপদেষ্ঠা : আলহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদ ধনু, মাননীয় জাতীয় সংসদ সদস্য, ১৫৬ ময়মনসিংহ ১১ (ভালুকা), সদস্য, শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

সম্পাদকঃ মো এনায়েত হোসেন

সহ-সম্পাদক : মেছ মাউল আলম (মোহন)

প্রকাশক। মোঃ বোরহান হাওলাদার (জসিম)

নির্বাহী সম্পাদকঃ বীর মুক্তিযুদ্ধা জোনাস ঢাকী।

বার্তা সম্পাদক : মো: সোহেল রানা