নৌপথে চাঁদাবাজির অভিযোগে আটক ১০


ভোরের ধ্বনি অনলাইন ডেস্ক , আপডেট করা হয়েছে : 30-09-2021

নৌপথে চাঁদাবাজির অভিযোগে আটক ১০

সুনামগঞ্জের জামালগঞ্জে সুরমা নদীতে বালিপাথর বোঝাই নৌকা থেকে চাঁদাবাজির অভিযোগে ১০ জনকে আটক করেছে র‌্যাপি অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) ভোরে আটক করা হয়। সুনামগঞ্জ র‍্যাব ক্যাম্পের অধিনায়ক লে. কর্নেল সিঞ্চন আহমেদ এই তথ্য নিশ্চিত করেছেন।

র‍্যাব ক্যাম্পের অধিনায়ক জানান, সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার সুরমা নদীতে দুটি নৌকায় চড়ে দীর্ঘদিন ধরে চাঁদাবাজরা বালি পাথর বোঝাই নৌকা থেকে চাঁদাবাজি করে আসছে। যারা চাঁদা দিতে রাজি হতেন না, তাদের ওপর শুরু হতো। খবর পেয়ে বৃহস্পতিবার ভোরে অভিযান চালিয়ে চাঁদাবাজির সঙ্গে জড়িত থাকার অভিযোগে ১০ জনকে আটক করা হয়েছে। আটক ব্যক্তিরা হলেন জামালগঞ্জ উপজেলার বাসিন্দা এমদাদুল হক আফিন্দি (৫৮),কাউছার আহমদ (৩৫),জয়নুল হক (৪০),বাদশা মিয়া (৩২), আবুল হোসেন ৫২,নেছার আহমদ (৩০),মাহি আফিন্দি (২০) আব্দুনুর (৬২), মানিক মিয়া ৬৩।


উপদেষ্ঠা : আলহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদ ধনু, মাননীয় জাতীয় সংসদ সদস্য, ১৫৬ ময়মনসিংহ ১১ (ভালুকা), সদস্য, শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

সম্পাদকঃ মো এনায়েত হোসেন

সহ-সম্পাদক : মেছ মাউল আলম (মোহন)

প্রকাশক। মোঃ বোরহান হাওলাদার (জসিম)

নির্বাহী সম্পাদকঃ বীর মুক্তিযুদ্ধা জোনাস ঢাকী।

বার্তা সম্পাদক : মো: সোহেল রানা