চাঁপাইনবাবগঞ্জে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে শ্রমিক নিহত


ভোরের ধ্বনি অনলাইন ডেস্ক , আপডেট করা হয়েছে : 30-09-2021

চাঁপাইনবাবগঞ্জে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে শ্রমিক নিহত

চাঁপাইনবাবগঞ্জ শহরের স্বরপনগরে সরকারি শিশু পরিবার (এতিমখানা)-এর ভেতরে নির্মাণাধীন ভবনের বালু আনলোড করার সময় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে বাবু (৩০) নামে এক ট্রাক শ্রমিক নিহত হয়েছে। 

নিহত বাবু চাঁপাইনবাবগঞ্জ পৌরএলাকার পিটিআই বস্তির মৃত তাহার উদ্দিনের ছেলে। ঘটনাটি ঘটেছে আজ বৃহস্পতিবার বেলা পৌনে ১১টার দিকে। 

জানা গেছে, সরকারি শিশু পরিবারের ভেতরে নির্মাণাধীন ভবনের বালু আনলোড করার সময় একটি ট্রাক বালুতে আটকে যায়। পরে ট্রাক শ্রমিক বাবু চাকার নিচে থেকে বালু সরাতে গেলে অসাবধানতাবশত চালক ট্রাকটি চালাতে শুরু করলে সে চাকার নিচে চাপা পড়ে। এসময় অন্য শ্রমিকরা চিৎকার করলে চালক ও হেলপার ট্রাক ফেলে পালিয়ে যায়। পরে চাকার নিচ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। 

এদিকে সংবাদ পেয়ে সদর মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে মরদেহ উদ্ধার করে। সদর মডেল থানার ওসি মোজাফ্ফর হোসেন বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় আইনগত বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।


উপদেষ্ঠা : আলহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদ ধনু, মাননীয় জাতীয় সংসদ সদস্য, ১৫৬ ময়মনসিংহ ১১ (ভালুকা), সদস্য, শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

সম্পাদকঃ মো এনায়েত হোসেন

সহ-সম্পাদক : মেছ মাউল আলম (মোহন)

প্রকাশক। মোঃ বোরহান হাওলাদার (জসিম)

নির্বাহী সম্পাদকঃ বীর মুক্তিযুদ্ধা জোনাস ঢাকী।

বার্তা সম্পাদক : মো: সোহেল রানা