৫ অক্টোবরের পরে দেওয়া হবে ঢাবি ছাত্রলীগের হল কমিটি


ভোরের ধ্বনি অনলাইন ডেস্ক , আপডেট করা হয়েছে : 30-09-2021

৫ অক্টোবরের পরে দেওয়া হবে ঢাবি ছাত্রলীগের হল কমিটি

সাড়ে তিন বছরেরও বেশি সময় ধরে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের হল কমিটি নেই। ২০১৬ সালের ডিসেম্বরে সর্বশেষ ঢাবি ছাত্রলীগের ১৮টি হল শাখার কমিটি ঘোষণা করা হয়েছিল। এর মেয়াদ শেষ হয়েছে প্রায় সাড়ে তিন বছর আগে। 

দীর্ঘদিন পরে এবার ছাত্রলীগের হল কমিটি দেওয়ার ঘোষণা দিয়েছেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের মেয়াদোত্তীর্ণ কমিটির সভাপতি সনজিত চন্দ্র দাস ও সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন। আজ বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের ২০২০-২১ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা উপলক্ষে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা জানান তারা।

আগামী ৫ অক্টোবর বিশ্ববিদ্যালয়ের হল খোলার পর দ্রুত সময়ের মধ্যে কমিটি দেওয়ার ঘোষণা দেন তারা। এ সময় শাখা ছাত্রলীগের সভাপতি সনজিত চন্দ্র দাস বলেন, বিশ্ববিদ্যালয় বন্ধ থাকার কারণে আমরা কমিটি দিতে পারিনি। আমরা চাই, ৫ অক্টোবর হল খোলার যত দ্রুত সম্ভব নতুন কমিটির হাতে দায়িত্ব বুঝিয়ে দেওয়া।

এদিকে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন বলেন, ইতোমধ্যে আমাদের সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। ক্যাম্পাস খোলার সঙ্গে সঙ্গে স্বল্প সময়ের মধ্যেই হলে কমিটি দিয়ে দেবো। যারা শিক্ষার্থীদের কাছে জনপ্রিয়, সাংগঠনিকভাবে শক্তিশালী তাদের দায়িত্ব দেওয়া হবে।


উপদেষ্ঠা : আলহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদ ধনু, মাননীয় জাতীয় সংসদ সদস্য, ১৫৬ ময়মনসিংহ ১১ (ভালুকা), সদস্য, শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

সম্পাদকঃ মো এনায়েত হোসেন

সহ-সম্পাদক : মেছ মাউল আলম (মোহন)

প্রকাশক। মোঃ বোরহান হাওলাদার (জসিম)

নির্বাহী সম্পাদকঃ বীর মুক্তিযুদ্ধা জোনাস ঢাকী।

বার্তা সম্পাদক : মো: সোহেল রানা