লিঙ্গ সমতা ও অধিকার প্রতিষ্ঠার দাবিতে বার্লিনে মহাসমাবেশ


ভোরের ধ্বনি ডেস্ক , আপডেট করা হয়েছে : 25-07-2021

লিঙ্গ সমতা ও অধিকার প্রতিষ্ঠার দাবিতে বার্লিনে মহাসমাবেশ

বিশ্বব্যাপী নির্যাতিত, অবহেলিত ও ন্যায্য অধিকার থেকে বঞ্চনার শিকার তৃতীয়, রূপান্তরিত ও অসম লিঙ্গের মানুষের অধিকার প্রতিষ্ঠায় প্রতি বছরের মতো গতকাল শনিবার জার্মানির বার্লিনের রাজপথে অনুষ্ঠিত হয়েছে ৪৩তম ক্রিস্টোফার স্ট্রিট ডে বা ক্রিস্টোফার পথ দিবস।

সমাজের প্রচলিত ভ্রান্ত ধারণাকে বদলে দিতে প্রতিনিয়ত নিপীড়নের শিকার সেসব অবহেলিত-উপেক্ষিত নাগরিকদের মর্যাদা প্রতিষ্ঠায় শনিবার বার্লিনে রাস্তায় জড়ো হয় নানা বর্ণের, ধর্মের হাজারো মানুষ। সঙ্গীত, বাজনা বাদ্যে জানানো হয় সেসব অবহেলিত-উপেক্ষিত নাগরিকদের দাবি।পথ দিবসে যোগ দেয়া লাখ খানেক মানুষের প্রায় প্রত্যেকেই মনে করেন যুগ যুগ ধরে অধিকার বঞ্চিত নির্যাতিত-নিপীড়িত তৃতীয়, রূপান্তরিত ও অসমলিঙ্গের মানুষের অধিকার একদিন সুনিশ্চিত হবে। তবে শঙ্কার বিষয় পথ সমাবেশে যোগ দেয়া অনেকেরই মুখে ছিল না মাস্ক, ছিল না দূরত্ব বজায় রাখার বিষয়টিও। সমলিঙ্গের মানুষের অধিকারের পথ সমাবেশটি রাজধানীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে চারলট্টেনবার্গে গিয়ে শেষ হয়।


উপদেষ্ঠা : আলহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদ ধনু, মাননীয় জাতীয় সংসদ সদস্য, ১৫৬ ময়মনসিংহ ১১ (ভালুকা), সদস্য, শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

সম্পাদকঃ মো এনায়েত হোসেন

সহ-সম্পাদক : মেছ মাউল আলম (মোহন)

প্রকাশক। মোঃ বোরহান হাওলাদার (জসিম)

নির্বাহী সম্পাদকঃ বীর মুক্তিযুদ্ধা জোনাস ঢাকী।

বার্তা সম্পাদক : মো: সোহেল রানা