কুমিল্লায় ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার


ভোরের ধ্বনি অনলাইন ডেস্ক , আপডেট করা হয়েছে : 30-09-2021

কুমিল্লায় ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

কুমিল্লার আমতলীতে অভিযান চালিয়ে ১৩৮ বোতল ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব। গতকাল বুধবার দিবাগত মধ্যরাতে তাদের মাদক দ্রব্যসহ গ্রেফতার করা হয়। 

গ্রেফতার মাদক ব্যবসায়ীরা হলেন- মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার মো. হারুনুর রশিদ (২৮) ও চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার মো. মাসুদ মোল্লা (৩৮)।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল বুধবার দিবাগত রাতে আমতলী বিশ্বরোড এলাকায় অভিযান পরিচালনা করে র‌্যাবের একটি আভিযানিক দল। এ সময় ১৯৮ বোতল ফেনসিডিল উদ্ধার করার পাশাপাশি মাদক পরিবহনের কাজে ব্যবহৃত একটি প্রাইভেট কার জব্দ করা হয়। এ সময় তাদের গ্রেফতার করা হয়।

কুমিল্লা র‌্যাব-১১, সিপিসি-২র কোম্পানি অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ‘প্রাথমিকভাবে জানা গেছে গ্রেফতার মাদক ব্যবসায়ীরা দীর্ঘদিন থেকে কুমিল্লাসহ দেশের নানা স্থানে মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়, সরবরাহ করে আসছিলেন।’

তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে কুমিল্লার কোতোয়ালি মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।


উপদেষ্ঠা : আলহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদ ধনু, মাননীয় জাতীয় সংসদ সদস্য, ১৫৬ ময়মনসিংহ ১১ (ভালুকা), সদস্য, শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

সম্পাদকঃ মো এনায়েত হোসেন

সহ-সম্পাদক : মেছ মাউল আলম (মোহন)

প্রকাশক। মোঃ বোরহান হাওলাদার (জসিম)

নির্বাহী সম্পাদকঃ বীর মুক্তিযুদ্ধা জোনাস ঢাকী।

বার্তা সম্পাদক : মো: সোহেল রানা