মেঘালয়ে যাত্রীবাহী বাস নদীতে, চালকসহ ৬ জনের মৃত্যু


ভোরের ধ্বনি অনলাইন ডেস্ক , আপডেট করা হয়েছে : 30-09-2021

মেঘালয়ে যাত্রীবাহী বাস নদীতে, চালকসহ ৬ জনের মৃত্যু

ভারতের মেঘালয় রাজ্যে যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে নোংচ্রামে রিংদি নদীতে পড়েছে। এতে চালকসহ ৬ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও ১৬ জনকে উদ্ধার করা হয়েছে। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মেঘালয় পুলিশ জানিয়েছে, গতকাল বুধবার রাত ১২টা নাগাদ মেঘালয়ের নোংচ্রামে রিংদি নদীতে যাত্রীবোঝাই বাসটি পড়ে যায়। দুর্ঘটনার খবর পেয়ে সঙ্গে সঙ্গে সেখানে গিয়ে হাজির হয় উদ্ধারকারী দল। নদীতে চার যাত্রীর মৃতদেহ ভাসতে দেখা যায়। বাকি দুই যাত্রীর মৃতদেহ বাসের ভেতর থেকে উদ্ধার করা হয়।

হাসপাতালে ভর্তি আহত যাত্রীদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে পুলিশ। কী ভাবে দুর্ঘটনা ঘটল তার কারণ এখনও জানতে পারা না গেলেও পুলিশের প্রাথমিক অনুমান, রাতের অন্ধকারে বাসের নিয়ন্ত্রণ রাখতে পারেননি চালক। তাই বাসটি নদীতে গিয়ে পড়ে।

উপদেষ্ঠা : আলহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদ ধনু, মাননীয় জাতীয় সংসদ সদস্য, ১৫৬ ময়মনসিংহ ১১ (ভালুকা), সদস্য, শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

সম্পাদকঃ মো এনায়েত হোসেন

সহ-সম্পাদক : মেছ মাউল আলম (মোহন)

প্রকাশক। মোঃ বোরহান হাওলাদার (জসিম)

নির্বাহী সম্পাদকঃ বীর মুক্তিযুদ্ধা জোনাস ঢাকী।

বার্তা সম্পাদক : মো: সোহেল রানা