উপনির্বাচনে বুথ দখলের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে


ভোরের ধ্বনি অনলাইন ডেস্ক , আপডেট করা হয়েছে : 30-09-2021

উপনির্বাচনে বুথ দখলের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

ভারতের পশ্চিমবঙ্গের রাজ্য সভার একটি আসনের উপনির্বাচনের ‘হাইভোল্টেজ’ লড়াইয়ের মাঝে তৃণমূলের বিরুদ্ধে বুথ দখলের অভিযোগ তুলেছে বিজেপির প্রার্থী প্রিয়াঙ্কা টিব্রেওয়াল। 

আজ বৃহস্পতিবার ভবানীপুর বিধানসভা কেন্দ্রে সকাল থেকেই সরগরম। উপ-নির্বাচনের আঁচে তপ্ত কেন্দ্রটি। এদিন সকাল ৬টা থেকে বুথে বুথে ঘুরছেন বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা টিব্রেওয়াল। বুথ ঘুরে দেখার পর তৃণমূল বিধায়ক মদন মিত্রের বিরুদ্ধে বুথ দখলের অভিযোগ তুলেছেন প্রার্থী প্রিয়াঙ্কা টিব্রেওয়াল।  

সাংবাদিকদের তিনি বলেছেন, যেখানে সন্ত্রাসের খবর পাব, সেখানেই যাব। ভোটের হার বাড়লে ভোটও বাড়বে।

ভবানীপুরে ৭২ নম্বর ওয়ার্ডের একটি বুথে ইভিএম বন্ধ করে রাখার অভিযোগ তোলেন প্রিয়াঙ্কা। বিজেপি প্রার্থীর অভিযোগ, ইচ্ছাকৃতভাবে বুথে ইভিএম বন্ধ করিয়ে রেখেছেন মদন মিত্র। বুথটি দখলের চেষ্টা হয় বলেও অভিযোগ প্রিয়াঙ্কার। ওয়ার্ডের ১২৬ নম্বর বুথে কারচুপির অভিযোগ তোলেন প্রিয়াঙ্কা টিব্রেওয়াল। নির্বাচন কমিশনেও অভিযোগ জানিয়েছেন বলে জানান তিনি।

সাতটি ওয়ার্ড নিয়ে গঠিত ভবানীপুর কেন্দ্র। এপ্রিলে বিধানসভা নিরিখে ২৭,৯০০ ভোটে জিতেছিলেন তৃণমূল প্রার্থী শোভনদেব চট্টোপাধ্যায়। তার মধ্যে তৃণমূল লিড পেয়েছিল মাত্র দু’টি ওয়ার্ডে। শোভনবাবুর পদত্যাগের পরই উপ-নির্বাচনে প্রার্থী হয়েছেন মমতা। মূলত ৭২ নম্বর ওয়ার্ড বিজেপির ভোটার বলে চিহ্নিত। তাই সকাল থেকে কোমর বেঁধে নেমেছেন প্রিয়াঙ্কা টিব্রওয়াল।


উপদেষ্ঠা : আলহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদ ধনু, মাননীয় জাতীয় সংসদ সদস্য, ১৫৬ ময়মনসিংহ ১১ (ভালুকা), সদস্য, শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

সম্পাদকঃ মো এনায়েত হোসেন

সহ-সম্পাদক : মেছ মাউল আলম (মোহন)

প্রকাশক। মোঃ বোরহান হাওলাদার (জসিম)

নির্বাহী সম্পাদকঃ বীর মুক্তিযুদ্ধা জোনাস ঢাকী।

বার্তা সম্পাদক : মো: সোহেল রানা