কালিয়াকৈরে সড়ক দুর্ঘটনায় অটোরিকসা চালক নিহত, আহত ৫


ভোরের ধ্বনি অনলাইন ডেস্ক , আপডেট করা হয়েছে : 30-09-2021

কালিয়াকৈরে সড়ক দুর্ঘটনায় অটোরিকসা চালক নিহত, আহত ৫

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার গোয়ালবাথান এলাকায় বাস-অটোরিকসার সংঘর্ষে চালক নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরো ৫জন। নিহত অটোরিকসা চালকের পরিচয় পাওয়া যায়নি। আজ বৃহস্পতিবার সকালে এ দুর্ঘটনা ঘটে। 

এলাকাবাসী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, কালিয়াকৈর উপজেলার ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গোয়ালবাথান এলাকায় বৃহস্পতিবার সকালে ঢাকা থেকে ছেড়ে আসা রাজশাহীগামী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিকসার সাথে সংঘর্ষ হয়। এসময় অটোরিকসা চালক বাসটির নিচে চাপা পড়ে মারা যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে এসে লাশটি উদ্ধার করে। এসময় আরও ৫ জন যাত্রী আহত হয়। তাদেরকে উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করা হয়।

গোড়াই হাইওয়ে থানার ওসি আজিজুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, বাসটি উদ্ধারের কাজ চলছে। 

উপদেষ্ঠা : আলহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদ ধনু, মাননীয় জাতীয় সংসদ সদস্য, ১৫৬ ময়মনসিংহ ১১ (ভালুকা), সদস্য, শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

সম্পাদকঃ মো এনায়েত হোসেন

সহ-সম্পাদক : মেছ মাউল আলম (মোহন)

প্রকাশক। মোঃ বোরহান হাওলাদার (জসিম)

নির্বাহী সম্পাদকঃ বীর মুক্তিযুদ্ধা জোনাস ঢাকী।

বার্তা সম্পাদক : মো: সোহেল রানা