তাড়াশে সড়কের বেহাল দশা


ভোরের ধ্বনি অনলাইন ডেস্ক , আপডেট করা হয়েছে : 30-09-2021

তাড়াশে সড়কের বেহাল দশা

সিরাজগঞ্জের তাড়াশে হাটিকুমরুল বনপাড়া মহাসড়কের পার্শ্ব রাস্তার বেহাল অবস্থার কারণে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। ফলে ভ্যানগাড়িও মহাসড়ক দিয়ে চলছে।

আব্দুর রহিম ও সাজেদুল ইসলাম নামে দুজন ভ্যানচালক বলেন, বছর দুয়েক আগে মহাসড়কটির খালকুলা বাজার থেকে চরহামকুরিয়া এলাকা পর্যন্ত ১১ কিলোমিটার খানাখন্দে ভরে যায়। যে কারণে দেড় মাস অবধি বেশিরভাগ বাস ও ট্রাক পার্শ্ব রাস্তা দিয়ে চলাচল করেছে। মূলত পার্শ্ব রাস্তাটি তখনই বিধ্বস্ত হয়ে যায়। বর্তমানে এ রাস্তা দিয়ে পায়ে হেটে চলারও উপায় নাই।

সরজমিনে দেখা যায়, হাটিকুমরুল বনপাড়া সড়কের পার্শ্ব রাস্তার অধিকাংশ স্থানে গর্ত। সিএনজি, ভটভটি, নছিমন ও করিমন চলছে মহাসড়ক দিয়ে।

সিরাজগঞ্জ সড়ক ও জনপদ (সওজ) বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. দিদারুল আলম তরফদার দৈনিক ইত্তেফাককে বলেন, চলিত অর্থ বছরেই হাটিকুমরুল বনপাড়া মহা সড়কের পার্শ্ব রাস্তা সংস্কার করা হবে।


উপদেষ্ঠা : আলহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদ ধনু, মাননীয় জাতীয় সংসদ সদস্য, ১৫৬ ময়মনসিংহ ১১ (ভালুকা), সদস্য, শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

সম্পাদকঃ মো এনায়েত হোসেন

সহ-সম্পাদক : মেছ মাউল আলম (মোহন)

প্রকাশক। মোঃ বোরহান হাওলাদার (জসিম)

নির্বাহী সম্পাদকঃ বীর মুক্তিযুদ্ধা জোনাস ঢাকী।

বার্তা সম্পাদক : মো: সোহেল রানা