রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা, রবিবারও চলবে সিল্কসিটি এক্সপ্রেস


ভোরের ধ্বনি অনলাইন ডেস্ক , আপডেট করা হয়েছে : 30-09-2021

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা, রবিবারও চলবে সিল্কসিটি এক্সপ্রেস

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ২০২০-২১ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার জন্য আগামী রবিবার (০৩ অক্টোবর) আন্তঃনগর সিল্কসিটি এক্সপ্রেস ট্রেনের অফ-ডে বাতিল করা হয়েছে।

আজ বৃহস্পতিবার বাংলাদেশ রেলওয়ের ফেসবুক পেজে এক স্ট্যাটাসের মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে। পোস্টটিতে যাত্রীদের টিকিটের জন্য কাউন্টারে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে।

প্রসঙ্গত, এবার উত্তরবঙ্গের এই বিশ্ববিদ্যালয়ের (রাবি) স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা আগামী ৪ অক্টোবর থেকে শুরু হয়ে চলবে ৬ অক্টোবর পর্যন্ত।

সোমবার (৪ অক্টোবর) ‘সি’ ইউনিটের (বিজ্ঞান) পরীক্ষা অনুষ্ঠিত হবে। ০৫ অক্টোবর (মঙ্গলবার) ‘এ’ ইউনিটের এবং ০৬ অক্টোবর ‘বি’ ইউনিটের (বাণিজ্য) পরীক্ষাও তিনটি শিফটে অনুষ্ঠিত হবে বলে বিশ্ববিদ্যালয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়।


উপদেষ্ঠা : আলহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদ ধনু, মাননীয় জাতীয় সংসদ সদস্য, ১৫৬ ময়মনসিংহ ১১ (ভালুকা), সদস্য, শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

সম্পাদকঃ মো এনায়েত হোসেন

সহ-সম্পাদক : মেছ মাউল আলম (মোহন)

প্রকাশক। মোঃ বোরহান হাওলাদার (জসিম)

নির্বাহী সম্পাদকঃ বীর মুক্তিযুদ্ধা জোনাস ঢাকী।

বার্তা সম্পাদক : মো: সোহেল রানা