শিবগঞ্জে পদ্মায় নৌকা ডুবি; তীব্র স্রোতে উদ্ধার কাজ ব্যাহত


ভোরের ধ্বনি অনলাইন ডেস্ক , আপডেট করা হয়েছে : 30-09-2021

শিবগঞ্জে পদ্মায় নৌকা ডুবি; তীব্র স্রোতে উদ্ধার কাজ ব্যাহত

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পদ্মা নদীতে নৌকা ডুবির ঘটনায় আজ বৃহস্পতিবার আর কোনও মরদেহ উদ্ধার হয়নি। তবে তীব্র স্রোতের কারণে উদ্ধার কাজ ব্যাহত হচ্ছে। এর আগে, গতকাল বুধবার (২৯ সেপ্টেম্বর) এ ঘটনায় এক নারী ও তিন শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছিল। এখনও ৮ জন নিখোঁজ রয়েছেন বলে স্থানীয় প্রশাসন জানিয়েছে।

সূত্র জানান্য, গতকাল বুধবার সন্ধ্যায় উদ্ধার কাজ স্থগিত রেখে আজ বৃহস্পতিবার আবার শুরু করার কথা থাকলেও তীব্র স্রোতের কারণে এখনও শুরু করা সম্ভব হয়নি। তবে ঘটনাস্থলে ফায়ার সার্ভিস কর্মীরা অবস্থান করছে। 

এদিকে, নৌকায় মানুষের সাথে অতিরিক্ত মালামাল নেয়ার জন্য এই নৌকাডুবির ঘটনা ঘটেছে বলে স্থানীয়রা অভিযোগ করেছেন। গতকাল বুধবার বেলা ২টার দিকে শিবগঞ্জ উপজেলার দূর্লভপুর ইউনিয়নের বোগলাউড়ি ঘাট থেকে ৩০ থেকে ৪০ জন যাত্রী নিয়ে নৌকাটি পাঁকার বিশ রশিয়ার উদ্দেশ্যে রওনা দেয় এবং পথে ডুবে যায়। 

শিবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সাকিব আল রাব্বি জানান, এখন পর্যন্ত ৪ জনের মৃতদেহসহ ২০ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।


উপদেষ্ঠা : আলহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদ ধনু, মাননীয় জাতীয় সংসদ সদস্য, ১৫৬ ময়মনসিংহ ১১ (ভালুকা), সদস্য, শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

সম্পাদকঃ মো এনায়েত হোসেন

সহ-সম্পাদক : মেছ মাউল আলম (মোহন)

প্রকাশক। মোঃ বোরহান হাওলাদার (জসিম)

নির্বাহী সম্পাদকঃ বীর মুক্তিযুদ্ধা জোনাস ঢাকী।

বার্তা সম্পাদক : মো: সোহেল রানা